#কলকাতা: কলকাতা হাইকোর্টে চলছে পঞ্চায়েত মামলার শুনানি চলছে। এদিকে হাইকোর্টে বহাল রয়েছে আইনজীবীদের কর্মবিরতি। কাজেই, মামলাকারীরা নিজেরাই সওয়াল করছেন ।
ভোটপ্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় সিঙ্গল বেঞ্চ। গত ৪ দিন ধরে থমকে ভোটপ্রক্রিয়া। কাজেই ডিভিশন বেঞ্চে মামলার আবেদন করে তৃণমূল ও নির্বাচন কমিশন। আজ ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি। এই রায়ের উপরই নির্ভর করছে ভোটের ভবিষ্যত। স্থগিতাদেশ জারি থাকলে পিছোতে পারে ভোট।
তৃণমূলর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গল বেঞ্চে যাওয়ার পরামর্শ দেন বিশ্বনাথ সমাদ্দার। তিনি জানান,
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Divisional bench, Kolkata High court, Panchayat Election 2018, Panchayet vote, Single bench, South Bengal Panchayet election