Panchayat Election 2023: মধ্যরাতে হাটে লিফলেট বিলি বামেদের...! পঞ্চায়েত ভোটের আঁচ কলকাতা পুর এলাকায়?
- Published by:Sanjukta Sarkar
- Written by:Onkar Sarkar
Last Updated:
Panchayat Election 2023: ভিনব কায়দায় কলকাতায় পঞ্চায়েত ভোটের প্রচার সারলেন বাম কর্মী সমর্থকেরা। খান্না মোড়ের কাছে হরি সাহা হাটে শনিবার রাতে পঞ্চায়েতে বামেদের প্রার্থীদের হয়ে প্রচার করেন সি পি এম- এর কলকাতা জেলা কমিটির সদস্যরা।
কলকাতা : পঞ্চায়েত নির্বাচনের প্রচার এবার কলকাতা পুরসভা এলাকায়। এমনই অভিনব কায়দায় কলকাতায় পঞ্চায়েত ভোটের প্রচার সারলেন বাম কর্মী সমর্থকেরা। খান্না মোড়ের কাছে হরি সাহা হাটে শনিবার রাতে পঞ্চায়েতে বামেদের প্রার্থীদের হয়ে প্রচার করেন সি পি এম- এর কলকাতা জেলা কমিটির সদস্যরা। এই হাটে বিকিকিনি করতে আসা সিংহভাগ মানুষই পঞ্চায়েত অঞ্চলের ভোটার তাই এই জায়গাকে বেছে নিয়েছেন বাম সমর্থক কর্মীরা।
পঞ্চায়েত ভোটে এবার বামেদের প্রচারের জায়গা শাসকদলের দুর্নীতি। আর সেই দুর্নীতিকে হাতিয়ার করেই পঞ্চায়েতে জোড়কদমে প্রচারে নেমেছে সি পি এম। পঞ্চায়েত অঞ্চলগুলিতে যেরকম বাম কর্মীরা প্রার্থীর হয়ে প্রচার করছেন। ঠিক সেই সময় প্রচারে পিছিয়ে নেই বামেদের কলকাতা জেলা কমিটি।
advertisement
advertisement
হরি সাহা হাটে প্রতি শনিবার বড় হাট বসে। সেই হাটে পঞ্চায়েত অঞ্চলে বসবাসকারী বহু ক্রেতা এবং বিক্রেতা এসে পৌঁছন। আর ঠিক সেই সময় বামেদের প্রার্থীদের হয়ে কলকাতা জেলা কমিটি প্রত্যন্ত গ্রামের সেই মানুষগুলির কাছে পৌঁছে যেতে চেয়েছে। তাই শনিবার মধ্য রাতে পঞ্চায়েতের প্রার্থীদের হয়ে ভোট চাইলেন বাম কর্মী সমর্থকরা।
advertisement
কলকাতা জেলা কমিটির তরফে সংগ্রাম চট্টোপাধ্যায় জানান, “পঞ্চায়েতের ভোট প্রচার কলকাতা পুর এলাকায় হওয়ার কারণ এখানে পঞ্চায়েত অঞ্চলের বহু বাসিন্দা আসেন। তাঁদের কাছে পৌঁছে যাচ্ছি। শুধু এই হরি সাহা হাটেই নয়, কলকাতার প্রত্যেকটি জায়গায় যেখানে পঞ্চায়েতের ভোটাররা আসেন সেখানেই প্রচার চালাচ্ছি। একই রকম ভাবে বিভিন্ন বাজার-সহ রেল স্টেশনে প্রচার করা হচ্ছে। মানুষের সাড়া পাচ্ছি খুব ভাল। আমাদের কাছ থেকে বহু মানুষ লিফলেট নিয়ে যাচ্ছে। নিয়ে নিজের এলাকাতে শাসক দলের অপরিসীম দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলছেন। আগামী ৬ তারিখ পর্যন্ত এই ভাবেই প্রচার চালাব আমরা।” আগামী শনিবার পঞ্চায়েত ভোট। সেই ভোটে ফল ঘোষণার পরই পরিষ্কার হবে বামেদের এই প্রচার কতটা সফল হল!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2023 8:04 AM IST