কী হবে পঞ্চায়েতের ভবিষ্যত ? জানা যাবে আগামিকাল

Last Updated:

পঞ্চায়েতের আইনি মামলা অবশেষে নিষ্পত্তির পথে ৷ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের শুনানি শেষ ৷

#কলকাতা: পঞ্চায়েতের আইনি মামলা অবশেষে নিষ্পত্তির পথে ৷ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের শুনানি শেষ ৷  আগামিকাল বিকেল সাড়ে চারটের সময় রায় দেবে সিঙ্গল বেঞ্চ ৷ বৃহস্পতিবার পঞ্চায়েত মামলার শুনানি শেষে এমনটাই জানালেন বিচারপতি সুব্রত তালুকদার ৷ অর্থাৎ নির্বাচনী স্থগিতাদেশ আরও একদিন বহাল রইল ৷
নির্বাচনী প্রক্রিয়ায় রাজ্যের হস্তক্ষেপ প্রসঙ্গে ফের একবার প্রশ্ন তোলেন বিচারপতি সুব্রত তালুকদার ৷ তিনি পঞ্চায়েত সচিব নীলাঞ্জন শান্ডিল্যকে এদিন বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় রাজ্য কেন হস্তক্ষেপ করছে ? এই প্রসঙ্গে পঞ্চায়েত সচিবের যুক্তি, নির্বাচনী প্রক্রিয়ার জেরে রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে ৷ একইসঙ্গে তিনি আদালতকে জানান, ‘নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করে কমিশন ৷ আর কমিশন যদি কোনও সমস্যায় পড়ে তাহলে কমিশনকে সাহায্য করবে রাজ্য সরকার ৷’ পঞ্চায়েত সচিবের এহেন উত্তরে সন্তোষ প্রকাশ করেন বিচারপতি সুব্রত তালুকদার ৷
advertisement
advertisement
আরও পড়ুন: হস্টেলের ঘরেই আত্মহত্যা আইআইটি কানপুরের দলিত ছাত্রের, মিললছেঁড়া সুইসাইড নোট
এর পাশাপাশি এদিন পঞ্চায়ত সচিব মুখ্যমন্ত্রীর সুরে তাল মিলিয়ে বলেন, ‘রমজান মাসে ভোট অসম্ভব ৷ তার আগেই ভোট সম্পন্ন করতে হবে ৷’ একইসঙ্গে সুষ্ঠভাবে নির্বাচন করতে কমিশনকে নির্ধারিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ সেকথা আবারও এদিন মনে পঞ্চায়ত সচিবকে স্মরণ করিয়ে দেন ৷ যদিও এ প্রসঙ্গে পঞ্চায়েত সচিব আদালতকে আশ্বস্ত করে জানিয়েছেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যথাযথ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কী হবে পঞ্চায়েতের ভবিষ্যত ? জানা যাবে আগামিকাল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement