Pakistani Spy: 'হানিট্রাপ'ই কাল হল! সুন্দরীর সঙ্গে ঘনিষ্ঠ হতেই...! CRPF জওয়ান মোতিরামের সঙ্গে যা করেছিলেন ওই মহিলা

Last Updated:

Pakistani Spy: হানিট্রাপ থেকে ব্ল্যাক মেইল৷ ভারতের বিভিন্ন খুঁটিনাটি তথ‍্য এই ভাবেই পৌঁছেছে পাক আইএসআইয়ের কাছে৷ সুন্দরী মহিলার ফাঁদে সিআরপিএফ জওয়ান মোতিরাম জাঠ, ব্ল‍্যাক মেইল করেই দেশের অভ‍্যন্তরীন নিরাপত্তা সংক্রান্ত তথ‍্য নিয়েছে পাকিস্তান, তেমনটাই দাবি এনআইএ-এর৷

কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি পাকিস্তান সংক্রান্ত গুপ্তচর ও তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে দেশব্যাপী তৎপরতা চালাচ্ছে। বিশেষ করে ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের প্রাণহানি ঘটে, সেই ঘটনার পর থেকে অভিযান আরও জোরদার হয়েছে।
কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি পাকিস্তান সংক্রান্ত গুপ্তচর ও তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে দেশব্যাপী তৎপরতা চালাচ্ছে। বিশেষ করে ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের প্রাণহানি ঘটে, সেই ঘটনার পর থেকে অভিযান আরও জোরদার হয়েছে।
কলকাতা: হানিট্রাপ থেকে ব্ল্যাক মেইল৷ ভারতের বিভিন্ন খুঁটিনাটি তথ‍্য এই ভাবেই পৌঁছেছে পাক আইএসআইয়ের কাছে৷ সুন্দরী মহিলার ফাঁদে সিআরপিএফ জওয়ান মোতিরাম জাঠ, ব্ল‍্যাক মেইল করেই দেশের অভ‍্যন্তরীন নিরাপত্তা সংক্রান্ত তথ‍্য নিয়েছে পাকিস্তান, তেমনটাই দাবি এনআইএ-এর৷
পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে কিছুদিন আগেই গ্রেফতার করা হয় সিআরপিএফ জওয়ান মোতিরাম জাঠকে। ধৃত মোতিরাম জাঠের সোশ্যাল মিডিয়ায় অ‍্যাকটিভিটি সন্দেহ বাড়িয়েছে গোয়েন্দাদের৷ তদন্তে উঠে এসেছে উত্তর-পূর্ব ভারতের এক মহিলার ফাঁদে পা দেন ধৃত জওয়ান।
advertisement
advertisement
স‍্যোশাল মাধ‍্যমে ঘনিষ্ঠ হওয়ার পরেই শুরু হয়েছিল ব্ল্যাক মেইল। জানা গিয়েছে, ভয় দেখিয়ে ভারতীয় সেনা, আধা সেনা ও সীমান্ত নিরাপত্তার একাধিক তথ‍্য সংগ্রহ করেছিলেন ওই মহিলা, যার সন্ধান চালাচ্ছে এনআইএ৷
advertisement
তারপর ওই মহিলাই সেই সমস্ত তথ‍্য তুলে দিয়েছে পাকিস্তানের কাছে৷ পরবর্তীতে মোতিরামকে টাকার লোভ দেখিয়ে কাজে লাগানো হয়৷ জাঠের অ‍্যাকাউন্টে প্রতি মাসে এসেছে টাকা৷ বিভিন্ন অ‍্যাকাউন্ট থেকে টাকা আসতেই যা আরও সন্দেহ বাড়িয়ে দিয়েছে গোয়েন্দাদের৷
মোমিনপুরের ট্রাভেল এজেন্সির অফিসেও হানা দিয়েছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)৷ সিআরপিএফ জওয়ান মোতিরাম জাঠ-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কয়েকবার টাকা ঢুকেছিল যার লিঙ্ক খুঁজে পাওয়া গেছে ব্যবসায়ীর অ্যাকাউন্টে। গত শনিবার তার ট্রাভেল এজেন্সির অফিসে NIA হানা দেয় এবং বেশ কিছু ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্তও করা হয়। পরবর্তী ক্ষেত্রে এনআইএ র তরফ থেকে তলব করা হয়। সেইমতো আজ ১১:৩০ নাগাদ এনআইএ দফতরে এলেন ব্যবসায়ী৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Pakistani Spy: 'হানিট্রাপ'ই কাল হল! সুন্দরীর সঙ্গে ঘনিষ্ঠ হতেই...! CRPF জওয়ান মোতিরামের সঙ্গে যা করেছিলেন ওই মহিলা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement