Pakistani Citizen in Kolkata: 'পাক নাগরিক' আজাদের অ‍্যাকাউন্টে অ‍্যাকাউন্টে ৫০ কোটির লেনদেন, ভোটার তালিকায় নাম, চাঞ্চল্যকর দাবি ইডির, এবার কি কেঁচো খুঁড়তে কেউটে?

Last Updated:

Pakistani Citizen in Kolkata: ইডির হাতে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের সঙ্গে তার সহযোগীদের অ‍্যাকাউন্টে ৫০ কোটি টাকার লেনদেনের হদিশ তদন্তে। বিশেষ আদালতে এমটাই দাবি ইডির গোয়েন্দাদের। জানা গিয়েছে, নৈহাটি ও রাজারহাট-গোপালপুর এলাকার ভোটার তালিকায় নামও আছে এই আজাদের।

অ‍্যাকাউন্টে অ‍্যাকাউন্টে ৫০ কোটি
অ‍্যাকাউন্টে অ‍্যাকাউন্টে ৫০ কোটি
কলকাতা: ইডির হাতে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের সঙ্গে তার সহযোগীদের অ‍্যাকাউন্টে ৫০ কোটি টাকার লেনদেনের হদিশ তদন্তে। বিশেষ আদালতে এমটাই দাবি ইডির গোয়েন্দাদের। জানা গিয়েছে, নৈহাটি ও রাজারহাট-গোপালপুর এলাকার ভোটার তালিকায় নামও আছে এই আজাদের।
ইডির দাবি, এই আজাদ হোসেনের একাধিক অ‍্যাকাউন্টে গত তিন থেকে চার বছরের মধ্যে নগদে ৫০ কোটি টাকা দফায় দফায় জমা পড়েছে। এখানেই শেষ নয় আজাদের বিরুদ্ধে ভিসা ম‍্যানিপুলেট অর্থাৎ ভুয়ো ভিসা তৈরির তথ‍্যও সামনে এসেছে। ইডির দাবি, ইউরোপিয়ন দেশের ভিসা তৈরি করাতেন এই পাক নাগরিক, আজাদ। ইউরোপ ছাড়াও দুবাই, মালয়েশিয়া ও সৌদির জন‍্য ভিসা ও পাসপোর্ট তৈরি করে দিয়েছে আজাদ এমনটাই ইডির তরফে দাবি করা হয়েছে।
advertisement
advertisement
আজাদ পাসপোর্ট ও ভিসা তৈরির বিনিময়ে যে টাকা পেতেন সেই টাকা সহযোগীদের নামে তৈরি অ্যাকাউন্টে নগদে জমা পড়েছে বলেই ইডির সন্দেহ। ইতিমধ্যেই ধৃত আজাদের কাছে থেকে ২৬ হাজার অডিও ক্লিপ বাজেয়াপ্ত করা হয়েছে যা ফরেন্সিক করাতে চায় ইডি। আজ মঙ্গলবার বিশেষ আদালতে আজাদের জেল হেফাজতের আবেদন করা হয়েছে ইডির তরফে। জেলে গিয়ে আজাদকে জেরা করতে চায় ইডি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Pakistani Citizen in Kolkata: 'পাক নাগরিক' আজাদের অ‍্যাকাউন্টে অ‍্যাকাউন্টে ৫০ কোটির লেনদেন, ভোটার তালিকায় নাম, চাঞ্চল্যকর দাবি ইডির, এবার কি কেঁচো খুঁড়তে কেউটে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement