Pakistani Citizen in Kolkata: 'পাক নাগরিক' আজাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ৫০ কোটির লেনদেন, ভোটার তালিকায় নাম, চাঞ্চল্যকর দাবি ইডির, এবার কি কেঁচো খুঁড়তে কেউটে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Pakistani Citizen in Kolkata: ইডির হাতে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের সঙ্গে তার সহযোগীদের অ্যাকাউন্টে ৫০ কোটি টাকার লেনদেনের হদিশ তদন্তে। বিশেষ আদালতে এমটাই দাবি ইডির গোয়েন্দাদের। জানা গিয়েছে, নৈহাটি ও রাজারহাট-গোপালপুর এলাকার ভোটার তালিকায় নামও আছে এই আজাদের।
কলকাতা: ইডির হাতে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের সঙ্গে তার সহযোগীদের অ্যাকাউন্টে ৫০ কোটি টাকার লেনদেনের হদিশ তদন্তে। বিশেষ আদালতে এমটাই দাবি ইডির গোয়েন্দাদের। জানা গিয়েছে, নৈহাটি ও রাজারহাট-গোপালপুর এলাকার ভোটার তালিকায় নামও আছে এই আজাদের।
ইডির দাবি, এই আজাদ হোসেনের একাধিক অ্যাকাউন্টে গত তিন থেকে চার বছরের মধ্যে নগদে ৫০ কোটি টাকা দফায় দফায় জমা পড়েছে। এখানেই শেষ নয় আজাদের বিরুদ্ধে ভিসা ম্যানিপুলেট অর্থাৎ ভুয়ো ভিসা তৈরির তথ্যও সামনে এসেছে। ইডির দাবি, ইউরোপিয়ন দেশের ভিসা তৈরি করাতেন এই পাক নাগরিক, আজাদ। ইউরোপ ছাড়াও দুবাই, মালয়েশিয়া ও সৌদির জন্য ভিসা ও পাসপোর্ট তৈরি করে দিয়েছে আজাদ এমনটাই ইডির তরফে দাবি করা হয়েছে।
advertisement
advertisement
আজাদ পাসপোর্ট ও ভিসা তৈরির বিনিময়ে যে টাকা পেতেন সেই টাকা সহযোগীদের নামে তৈরি অ্যাকাউন্টে নগদে জমা পড়েছে বলেই ইডির সন্দেহ। ইতিমধ্যেই ধৃত আজাদের কাছে থেকে ২৬ হাজার অডিও ক্লিপ বাজেয়াপ্ত করা হয়েছে যা ফরেন্সিক করাতে চায় ইডি। আজ মঙ্গলবার বিশেষ আদালতে আজাদের জেল হেফাজতের আবেদন করা হয়েছে ইডির তরফে। জেলে গিয়ে আজাদকে জেরা করতে চায় ইডি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2025 3:21 PM IST