নির্দেশ সকাল ৯টায় বহির্বিভাগ খোলার, বেহালার সরকারি হাসপাতালে থোড়াই কেয়ার!
- Published by:Debamoy Ghosh
Last Updated:
ডাক্তারবাবুর দেখাই নেই সকাল সাড়ে ৯টা পর্যন্ত। সিংহভাগ বিভাগের তালাই খোলেনি প্রায় পৌনে দশটা পর্যন্ত। এ
কলকাতা: স্বাস্থ্য দফতরের নির্দেশকে বুড়ো আঙুল! সরকারি নির্দেশিকার পরও সঠিক সময়ে খুলল না বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের বহির্বিভাগ! নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এলেন না চিকিৎসকরা। হয়রানি দূর দুরন্ত থেকে এই হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর এবং রোগী আত্মীয়দের।
সরকারি হাসপাতালের বহির্বিভাগ খোলার নির্দিষ্ট সময়ের পরও খুলছে না! লম্বা লাইন বাড়ছে রোগীদের। রোগীদের সেই হয়রানি রুখতেই চলতি মাসের ২২ তারিখ কড়া নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় জানানো হয়, সকাল ন’টার মধ্যে চালু করতে হবে রাজ্য সরকারের সমস্ত হাসপাতালে বহির্বিভাগ। সকাল ৯ বেজে ১৫ মিনিটের মধ্যে নিশ্চিত করে এসএমএসের মাধ্যমে স্বাস্থ্য ভবনকে জানতে হবে বহির্বিভাগ শুরু হওয়ার করে বিষয়ে। নির্দেশিকা দিয়ে হাসপাতালগুলিকে জানানোর পরও মিলল না ফল।
advertisement
বৃহস্পতিবার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারই খুলল সকাল ৯ টার পর। তারপর ঘোষণা হল কোন কোন বিভাগের চিকিৎসক আজ রোগী দেখার কথা থাকলেও অনির্দিষ্ট কারণে তাঁরা আসতে পারবেন না! রাজ্য স্বাস্থ্য দফতর যখন নির্দেশ দিয়েছে ৯ টা থেকে বহির্বিভাগ চালু করে দিতে হবে তখন বেহালার এই স্টেট জেনারেল হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারই খুলতে পারেনি হাসপাতাল।
advertisement
advertisement
ডাক্তারবাবুর দেখাই নেই সকাল সাড়ে ৯টা পর্যন্ত। সিংহভাগ বিভাগের তালাই খোলেনি প্রায় পৌনে দশটা পর্যন্ত। এই হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের বক্তব্য, চিকিৎসকরা আসেন সকাল সাড়ে দশটা কখনও এগারোটা, কখনও কখনও আবার বেলা ১২ টায়! বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের উপর বেহালার বাসিন্দারা তো বটেই, দক্ষিণ ২৪ পরগণা জেলার বড় অংশের মানুষ নির্ভর করেন এই হাসপাতালের উপরই। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কারণ সকাল ১১ টা বেজে ১৫ পর্যন্ত দেখাই মেলেনি হাসপাতালের সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার কিংবা অন্য কোনও আধিকারিকের।
advertisement
এ বিষয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিষয়টি দেখা হবে, আমরা কঠোর নজর রাখছি।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2024 2:11 AM IST