Kolkata News: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে এবার শিক্ষামন্ত্রী! রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
- Published by:Suman Biswas
Last Updated:
Kolkata News: এদিনের মন্ত্রিসভার বৈঠকে তা সিদ্ধান্ত নেওয়া হলে বলে সূত্রের খবর।
#কলকাতা: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর "ভিজিটর" বা পরিদর্শক পদে এবার থেকে শিক্ষা মন্ত্রী। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। আসন্ন বিধানসভার অধিবেশনে এই সিদ্ধান্ত বিল আকারে পেশ করা হতে পারে বলে সূত্রের খবর। প্রসঙ্গত গত ২৬ মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। ওই দিনের মন্ত্রিসভার বৈঠক এ রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর "ভিজিটর" পদ নিয়েও আলোচনা হয়েছিল। এদিনের মন্ত্রিসভার বৈঠকে তা সিদ্ধান্ত নেওয়া হলে বলে সূত্রের খবর।
রাজ্যে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয় সেই সময়ে ভিজিটর পদ আইনে উল্লেখ করা হয়েছিল।"ভিজিটর" পদ হিসেবে রাজ্যপালের কী কী ভূমিকা থাকবে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ ছিল। সে ক্ষেত্রে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল এই ভিজিটর পদকে। মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সমাবর্তন অনুষ্ঠান করার ক্ষেত্রে ভিজিটর পদে সম্মতি আবশ্যক। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালনা সংক্রান্ত কাজ নিয়ে যেকোন সময় তথ্য চাইতে পারেন রাজ্যপাল। শুধু তাই নয়, কোনো অভিযোগ নিয়ে তদন্তের স্বার্থে পরিদর্শক দল পাঠাতে পারেন রাজ্যপাল। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভিজিটর পদে রাজ্যপালকে এমনটাই ক্ষমতা দেওয়া হয়েছিল।
advertisement
advertisement
সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনখর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে বেশকিছু বিষয় নিয়ে তথ্য চায়। শুধু তাই নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গেও বৈঠক করার আগ্রহ প্রকাশ করেন রাজ্যপাল।যা নিয়ে রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত চরমে গেছিল। শুধু তাই নয় রাজ্যপালের এই ভূমিকার কড়া অবস্থান নিয়েছিল রাজ্য সরকার।
advertisement
এদিনের রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত হবার পর বিধানসভার অধিবেশন এ বিল আকারে পেশ হবে বলেই সূত্রের খবর। আসন্ন বিধানসভার অধিবেশন এই বিল আকারে পেশ হবে বলেই জানা গেছে। এদিনের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয় পাশাপাশি রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত কৃষি দপ্তর, প্রাণিসম্পদ ও মৎস দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ চারটি বিশ্ববিদ্যালয় আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত এদিনের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 06, 2022 3:11 PM IST