পঞ্চায়েত রায় ঘিরে কাজিয়া, আদালতের রায়কে স্বাগত জানালেন বিরোধীরা
Last Updated:
পঞ্চায়েত ভোটে হাইকোর্টের রায় নিয়ে শাসক-বিরোধী কাজিয়া। আদালতের রায়কে স্বাগত জানালেন দিলীপ ঘোষ।
#কলকাতা: পঞ্চায়েত ভোটে হাইকোর্টের রায় নিয়ে শাসক-বিরোধী কাজিয়া। আদালতের রায়কে স্বাগত জানালেন দিলীপ ঘোষ। রায়ে খুশি কংগ্রেস ও সিপিএমও। বিরোধীদের পালটা কটাক্ষ তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের।
পঞ্চায়েত ভোট কি নির্ধারিত সময়েই হবে? আগামী সোমবার পর্যন্ত কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পর এখন এই প্রশ্নটাই সর্বত্র ঘোরাফেরা করছে। আদালতের এই রায় শোনার পরেই কিছুটা ব্যাকফুটে শাসক দল। উল্লসিত বিরোধীরা। আদালতের রায়ের জেরে তাদের পালে হাওয়া বাড়ল বলেই মনে করছে রাজ্যের বিরোধী শিবির। বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চের আদেশে নিজেদের জয়ই দেখছে বিজেপি।
advertisement
একই সুর বিমান বসুর গলাতেও। গ্রামীণ ভোট পরিচালনার ক্ষেত্রে কমিশন ব্যর্থ বলেই মন্তব্য করেছেন বামফ্রন্ট আহ্বায়ক।
advertisement
মনেনায়ন পর্বে অশান্তির ঘটনা স্মরণ করিয়ে তৃণমূলকে বিঁধেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
আদালতের রায়ে আপাতত ঝুলে বাংলার পঞ্চায়েত ভোটের ভাগ্য। এবার শাসক দলের অবস্থান কী হবে? এই প্রশ্নের উত্তর আইনি পথেই দেওয়ার প্রস্তুতি নিয়েছে তৃণমূল। তবে আদালতে বিরোধীদের যাওয়া নিয়ে পালটা কটাক্ষই করেছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
advertisement
পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ এখনও অস্পষ্ট। কিন্তু এনিয়ে শাসকদলের সঙ্গে বিরোধীদের সংঘাত স্পষ্ট হয়ে গিয়েছে বৃহস্পতিবারই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2018 9:40 AM IST