প্রচারের আলোয় আসতেই সংঘর্ষের অভিযোগ বিরোধীদের, দাবি পার্থ চট্টোপাধ্যায়ের
Last Updated:
পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে সন্ত্রাসের আবহ ৷ কোথাও তরোয়াল ৷ কোথাও লাঠি-ছুড়ির আঘাত চলছেই ৷ রেহাই মিলছে না সাংবাদিকদেরও ৷
#কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে সন্ত্রাসের আবহ ৷ কোথাও তরোয়াল ৷ কোথাও লাঠি-ছুড়ির আঘাত চলছেই ৷ রেহাই মিলছে না সাংবাদিকদেরও ৷ অভিযোগের আঙুল শাসকদলের দিকে উঠলেও সেকথা মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ সন্ত্রাসের অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে শান্তিপূর্ণ সংহতিপূর্ণ ভোটের পক্ষেই সওয়াল করলেন তিনি ৷
পার্থ চট্টোপাধ্যায় তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তিও খাঁড়া করেছেন ৷ তিনি বলেন, বাঁকুড়াতে তৃণমূলের কর্মী গতকাল গুরুতর আহত হয়েছেন ৷ যদি বিরোধী দলের কথা মতো শাসকদলই দায়ী হয় সংঘর্ষের জন্য তাহলে কেন তৃণমূল কর্মীরা আহত হচ্ছেন ? এই নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি ৷
পাশাপাশি তিনি আরও বলেন, ‘মনোনয়ন জমা নিয়ে মিথ্যাচার করছে বিরোধীরা ৷ ৫১% আসনে মনোনয়ন জমা দিয়েছে তারা ৷ যদি সন্ত্রাসই হত তাহলে এত মনোনয়ন জমা হয় কী করে ?’ এই প্রশ্ন তুলেই পার্থবাবু বিরোধী দলগুলিকে কটাক্ষ করে বলেন, সার্বিকভাবে বিরোধীরা বেশি মনোনয়ন দিয়েছে ৷ কিন্তু প্রচারের আলোয় আসার জন্যই এহেন মন্তব্য করছেন তারা, এমনটাই দাবি তৃণমূলের মহাসচিবের ৷
advertisement
advertisement
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিল তৃণমূলের এক প্রতিনিধি দল ৷ দলের অন্যতম সদস্য ছিলেন পার্থবাবু ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2018 8:25 PM IST