Coronavirus| লকডাউনের আওতায় থাকছে না অনলাইন ফুড ডেলিভারি, জানালেন মমতা

Last Updated:

মমতা জানান, অত্যাবশ্যক পণ্যের দোকান খোলার সময় বৃদ্ধি করা হয়েছে৷ সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান৷

#কলকাতা: ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করার প্রবল সম্ভানা রয়েছে কেন্দ্রের৷ সূত্রের খবর, রাজ্যগুলির অনুরোধের পরে লকডাউনের মেয়াদ বাড়ানোর উপরেই বিশেষ জোর দিয়ে বিবেচনা করছে সরকার৷ এ হেন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, লকডাউনের মেয়াদ বাড়লেও অনলাইন ডেলিভারিতে কোনও নিষেধাজ্ঞা থাকছে না৷
মমতা জানান, অত্যাবশ্যক পণ্যের দোকান খোলার সময় বৃদ্ধি করা হয়েছে৷ সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান৷ এরপরেই তিনি জানান, অনলাইন ডেলিভারিও চলবে৷ যাতে মানুষকে বাড়ির বাইরে বেরতে না হয়৷ লকডাউনে ছাড় থাকছে চা বাগানেও৷ তবে মমতা জানিয়ে দেন, রোটেশন পদ্ধতিতে ২৫ শতাংশ কর্মী চা বাগানে কাজ করবেন৷
advertisement
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে ভিডিও কনফারেন্সে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সব মুখ্যমন্ত্রীদের৷ সেখানে বেশির ভাগ মুখ্যমন্ত্রীই মোদিকে অনুরোধ করেন, লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর জন্য৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনও আনুষ্ঠানিক ভাবে জানাননি৷ যদিও তিনি ট্যুইট করে ইঙ্গিত দিয়েছেন, দেশবাসীর ভালোর জন্য লকডাউনের মেয়াদ বাড়ছে৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coronavirus| লকডাউনের আওতায় থাকছে না অনলাইন ফুড ডেলিভারি, জানালেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement