Coronavirus| লকডাউনের আওতায় থাকছে না অনলাইন ফুড ডেলিভারি, জানালেন মমতা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
মমতা জানান, অত্যাবশ্যক পণ্যের দোকান খোলার সময় বৃদ্ধি করা হয়েছে৷ সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান৷
#কলকাতা: ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করার প্রবল সম্ভানা রয়েছে কেন্দ্রের৷ সূত্রের খবর, রাজ্যগুলির অনুরোধের পরে লকডাউনের মেয়াদ বাড়ানোর উপরেই বিশেষ জোর দিয়ে বিবেচনা করছে সরকার৷ এ হেন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, লকডাউনের মেয়াদ বাড়লেও অনলাইন ডেলিভারিতে কোনও নিষেধাজ্ঞা থাকছে না৷
মমতা জানান, অত্যাবশ্যক পণ্যের দোকান খোলার সময় বৃদ্ধি করা হয়েছে৷ সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান৷ এরপরেই তিনি জানান, অনলাইন ডেলিভারিও চলবে৷ যাতে মানুষকে বাড়ির বাইরে বেরতে না হয়৷ লকডাউনে ছাড় থাকছে চা বাগানেও৷ তবে মমতা জানিয়ে দেন, রোটেশন পদ্ধতিতে ২৫ শতাংশ কর্মী চা বাগানে কাজ করবেন৷
advertisement
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে ভিডিও কনফারেন্সে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সব মুখ্যমন্ত্রীদের৷ সেখানে বেশির ভাগ মুখ্যমন্ত্রীই মোদিকে অনুরোধ করেন, লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর জন্য৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনও আনুষ্ঠানিক ভাবে জানাননি৷ যদিও তিনি ট্যুইট করে ইঙ্গিত দিয়েছেন, দেশবাসীর ভালোর জন্য লকডাউনের মেয়াদ বাড়ছে৷
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 11, 2020 7:30 PM IST