সরকারি বাসে এক টিকিটে একাধিক যাত্রা, কীভাবে মিলবে এই সুবিধা ? জেনে নিন
Last Updated:
টালা ব্রিজে বাস-বন্ধের জেরে যাত্রী হয়রানি রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কীভাবে মিলবে এই সুবিধা ? জেনে নিন
#কলকাতা: এক টিকিটেই যাতায়াত করা যাবে একাধিক সরকারি বাসে। টালা ব্রিজে বাস-বন্ধের জেরে যাত্রী হয়রানি রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কীভাবে মিলবে এই সুবিধা?
জীর্ণ টালাব্রিজে পুজোর আগে থেকেই বন্ধ ভারী গাড়ি চলাচল। অনেকটা ঘুরপথে চলছে বাস। তাতে সময় যেমন বেশি লাগছে, বাড়ছে খরচও। সবমিলিয়ে যাত্রী হয়রানির শেষ নেই। এই হয়রানি কিছুটা কমাতেই এক টিকিটে একাধিক বাসে যাতায়াতের ব্যবস্থা করছে রাজ্য সরকার। তবে শুধুমাত্র টালা ব্রিজ লাগোয়া রুটগুলির সরকারি বাসেই মিলবে এই সুবিধা। ঠিক কীভাবে একবার টিকিট কেটেই একাধিক বাসে যাত্রা করা যাবে?
advertisement
ধরা যাক, কোনও ব্যক্তি সরকারি বাসে ডানলপ থেকে শিয়ালদা স্টেশন যাবেন। টালা ব্রিজ বন্ধ থাকায়, তাঁকে চিড়িয়া মোড়-সেভেন ট্যাঙ্ক-নর্দার্ন অ্যাভিনিউ-বেলগাছিয়া হয়ে শ্যামবাজারে আসতে হবে। সময় বাঁচাতে বা অন্য কোনও কারণে তিনি মাঝপথে নেমে যেতে পারেন। পরে অন্য সরকারি বাসে উঠে গন্তব্যে পৌঁছতে পারেন। সেক্ষেত্রে, প্রথম বাসের টিকিটেই একাধিক সরকারি বাসে যাতায়াত করা যাবে। বাসের ন্যূনতম টিকিট কাটলেই মিলবে এই সুবিধা।
advertisement
advertisement
এই নতুন ব্যবস্থায় যাত্রী-হয়রানি ও খরচ-দু’টোই কিছুটা কমবে বলে ধারণা পরিবহণ দফতরের। এই সুবিধা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে, টালা ব্রিজ লাগোয়া রুটগুলিতে আরও বেশি সরকারি বাস নামানো হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2019 5:46 PM IST