নিপা সন্দেহে বেলেঘাটায় ভর্তি আরও ১, ছড়াচ্ছে আতঙ্ক

Last Updated:

এই নিয়ে ৪ জন ৷ কেরল থেকে ফিরে আজানা জ্বরে আক্রান্ত হলেন আরও একজন ৷ জ্বর ও মাথায় ব্যথা নিয়ে উত্তম ভৌমিক নামে এক ব্যক্তিকে ভর্তি করা হল বেলেঘাটা আইডিতে ৷ পরিবারের আশঙ্কা, নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন উত্তম ৷ তবে রক্ত পরীক্ষার ফলাফল আসার আগে এ সম্বন্ধে মন্তব্য করতে নারাজ চিকিৎসকরা ৷

#কলকাতা: এই নিয়ে ৪ জন ৷ কেরল থেকে ফিরে আজানা জ্বরে আক্রান্ত হলেন আরও একজন ৷ জ্বর ও মাথায় ব্যথা নিয়ে উত্তম ভৌমিক নামে এক ব্যক্তিকে ভর্তি করা হল বেলেঘাটা আইডিতে ৷ পরিবারের আশঙ্কা, নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন উত্তম ৷ তবে রক্ত পরীক্ষার ফলাফল আসার আগে এ সম্বন্ধে মন্তব্য করতে নারাজ চিকিৎসকরা ৷
পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা উত্তম কেরলে গিয়েছিলেন কাজ করতে ৷ সেখানে কাঠের মিস্ত্রির কাজ করতেন তিনি ৷ কিছুদিন আগেই বাড়ি ফিরেছিলেন উত্তম ৷ সঙ্গে আজানা জ্বর ৷ কিন্তু ওষুধে জ্বর না কমায় শেষ পর্যন্ত বুধবার ভোরে বেলেঘাটায় ভর্তি করা হয় তাঁকে ৷
এই নিয়ে সংখ্যাটা চারে গিয়ে ঠেকল ৷ আগে থেকেই শেখ সফিকুল, আশিক মণ্ডল এবং রাজেশ মণ্ডল নামের তিন ব্যক্তি ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডিতে ৷ তবে আজই সফিকুলকে ছেড়ে দেওয়ার কথা ৷
advertisement
advertisement
রাজ্যে উত্তরোত্তর বাড়ছে নিপা আতঙ্ক ৷ সুদূর দক্ষিণ থেকে এ রাজ্যেও কী থাবা বসাতে চলেছে মারণ ভাইরাস নিপা ? প্রায়ই কেরলে কাজ করতে যাওয়া শ্রমিকদের আজানা জ্বরে আক্রান্ত হওয়ার খবর আসছে ৷ ইতিমধ্যেই কেরলে নিপা ভাইরাসের আক্রমণে মৃত্যু হয়েছে ১৩ জনের ৷ প্রথমে অনুমান করা হয়েছিল, বাঁদুড় আর শুয়োর থেকেই ছড়িয়েছে নতুন এই ভাইরাস ৷ কিন্তু পরে বলা হয়, নিপার বাহক অন্য কোনও পশুও হতে পারে ৷ ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে কেরলের চার জেলায় ৷ নিষিদ্ধ হয়েছে পর্যটনও ৷ কিন্তু এখনও এই রোগের সঠিক উৎস খুঁজে পাওয়া যায়নি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিপা সন্দেহে বেলেঘাটায় ভর্তি আরও ১, ছড়াচ্ছে আতঙ্ক
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement