বউবাজারে ফের ভাঙল বাড়ির একাংশ, পাশেই আরও একটি বাড়ি হেলে রয়েছে
Last Updated:
হেলে পড়া বাড়ির একাংশ ভেঙে বিপত্তি ঘটে এদিন ৷ পাশেই আরও একটি বাড়ি হেলে রয়েছে ৷
#কলকাতা: বউবাজারে ফের ভাঙল বাড়ির একাংশ ৷ বুধবার স্যাঁকরাপাড়া লেনের বাড়ির একাংশ ভেঙে যায় ৷ হেলে পড়া বাড়ির একাংশ ভেঙে বিপত্তি ঘটে এদিন ৷ পাশেই আরও একটি বাড়ি হেলে রয়েছে ৷ সেই বাড়িটিও ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে ৷
দুর্গাপিতুরি লেন। এই গলি এখন যেন আতঙ্কের আরেক নাম। মেট্রো প্রকল্পের জেরে প্রায় প্রতিটি বাড়িতেই বড় বড় ফাটল। গলির ভিতর কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। এরই মাঝে, সোমবার রাতভর দফায় দফায় বৃষ্টি। মঙ্গলবার সকালেও বৃষ্টি হয়। তখনই ভেঙে পড়ে ১৩ এ দুর্গাপিতুরি লেনের এই বাড়ির একাংশ। ১২:১০ নাগাদ একেবারে ধূলিসাৎ। হুড়মুড়িয়ে ধসে পড়ে তিনতলা বাড়ি।
advertisement
স্থানীয়দের বক্তব্য, মেট্রোর কাজের জেরে এমনিতেই সব বাড়িতে কম-বেশি ফাটল। এই সময়ে পুরসভা ফের রাস্তা খুঁড়ে কাজ করলে নতুন করে বিপদ হতে পারে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 04, 2019 8:49 AM IST