রাতের কলকাতায় বাইক সফরে যুবক-যুবতী! হঠাৎ মৃত্যু মেয়েটির!ভয়ঙ্কর অভিযোগ তুলল পরিবার
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
বাইক নিয়ে মাঝ রাতে বাইক সফরে বেরিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন এক তরুণ-তরুণী। হাওড়ার বাসিন্দা ওই যুবক এবং তাঁর বান্ধবী দুর্ঘটনার কবলে পড়েন।
কলকাতা: উৎসবের মরসুমে বেলাগাম বাইকে রাশ টানতে এবং মদ্যপ বাইক নিয়ে মাঝ রাতে বাইক সফরে বেরিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন এক তরুণ-তরুণী। হাওড়ার বাসিন্দা ওই যুবক এবং তাঁর বান্ধবী দুর্ঘটনার কবলে পড়েন। পুলিশ সূত্রে খবর, বড়বাজার এলাকার বাসিন্দা ওই তরুণ-তরুণী হসপিটাল রোডে দুর্ঘটনার কবলে পড়েন।
আরও পড়ুন: অবৈধ বাজি বন্ধে কী ব্যবস্থা, দিওয়ালির আগেই রিপোর্ট তলব করল হাইকোর্ট
দু’জনকেই তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই তরুণীর পরিবারের তরফে এই মৃত্যুর জন্য দায়ী হাওড়ার তরুণ, এই মর্মে হেস্টিংস থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 17, 2025 12:33 PM IST