Narkeldanga Fire: নারকেলডাঙায় অগ্নিদগ্ধ হয়ে মৃত প্রৌঢ়, বস্তি জুড়ে হাহাকার, আর্তনাদ... এ কী হয়ে গেল!

Last Updated:

মৃতের নাম হাবিবুল্লা মোল্লা (৫৫)। আগুন ছড়িয়ে পড়লে ঘর থেকে বেরোনোর সুযোগ পাননি। ঘটনার জেরে রবিবার সকাল থেকেই এলাকায় তুমুল বিক্ষোভ শুরু হয়েছে।

চারটের সময় দমকলের ১৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
চারটের সময় দমকলের ১৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিবেক দাস, কলকাতা: নারকেলডাঙার অগ্নিকাণ্ডে মৃত ১। রবিবার সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম হাবিবুল্লা মোল্লা (৫৫)। জানা যাচ্ছে, দেহের অধিকাংশই পুড়ে গিয়েছিল। আগুন ছড়িয়ে পড়লে ঘর থেকে বেরোনোর সুযোগ পাননি। ঘটনার জেরে রবিবার সকাল থেকেই এলাকায় তুমুল বিক্ষোভ শুরু হয়েছে।
advertisement
advertisement
শনিবার রাতে নারকেলডাঙয় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয় বস্তি এলাকার অন্তত ৪০ টি ঝুপড়ি। রাত ১০ টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বিস্তীর্ণ ঘিঞ্জি এলাকা। ভোর চারটের সময় দমকলের ১৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেখান থেকেই ৫৫ বছর বয়সী হাবিবুল্লা মোল্লার দেহ মেলে। সূত্রের খবর, রাস্তার ধারে থাকা একটি পিকআপ ভ্যান এবং ট্রাকেও আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে সে দু’টি গাড়ি। স্থানীয়দের নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়। জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের।
advertisement
আরও পড়ুন : প্রেমের সপ্তাহে বিয়ের আসর থেকেই শ্রীঘরে! ভালবাসার টানে ভারতে এসে গ্রেফতার বাংলাদেশি যুবক
দমলকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেন স্থানীয় বাসিন্দারাও। সিভিল ডিফেন্সের টিমও আগুন নেভানোর কাজ হাত লাগান। অগ্নিকাণ্ডের জেরে শীতের রাতে গৃহহীন হন বস্তির বহু বাসিন্দা।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Narkeldanga Fire: নারকেলডাঙায় অগ্নিদগ্ধ হয়ে মৃত প্রৌঢ়, বস্তি জুড়ে হাহাকার, আর্তনাদ... এ কী হয়ে গেল!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement