ABVP Protest on RG Kar: স্বাস্থ্যভবনে পৌঁছাতে পারল না এবিভিপির মিছিল! মাঝপথে তুলকালাম পুলিশের সঙ্গে

Last Updated:

ABVP Protest on RG Kar: মঙ্গলবার এবিভিপির স্বাস্থ্যভবন অভিযান ভেস্তে দিল পুলিশ। সল্টলেকে তুলকালাম! অনেক আগেই মিছিলের পথ আটকায় পুলিশ।

স্বাস্থ্যভবনে পৌঁছাতে পারল না এবিভিপির মিছিল! মাঝপথে তুলকালাম পুলিশের সঙ্গে
স্বাস্থ্যভবনে পৌঁছাতে পারল না এবিভিপির মিছিল! মাঝপথে তুলকালাম পুলিশের সঙ্গে
কলকাতা: মঙ্গলবার এবিভিপির স্বাস্থ্যভবন অভিযান ভেস্তে দিল পুলিশ। সল্টলেকে তুলকালাম! অনেক আগেই মিছিলের পথ আটকায় পুলিশ। সিটি সেন্টারে জমায়েত হয়ে স্বাস্থ্যভবনের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করেছিল সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এর পর পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হওয়ায় রাস্তায় বসে পড়ে এবিভিপি। ইন্দিরা ভবনের সামনে ব্যাপক অশান্তি শুরু হয়।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে জ্বলছে রাজ্য। এর সঙ্গে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে বৃহস্পতিবার স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। তার আগেই মঙ্গলবার স্বাস্থ্যভবনে বিক্ষোভ শুরু করেছিল এবিভিপি। পুলিশ অবশ্য নেতা-কর্মীদের স্বাস্থ্যভবন পর্যন্ত যেতে দেয়নি। প্রায় দু’কিলোমিটার আগে ইন্দিরা ভবনের অদূরে আটকে দেওয়া হয় মিছিল। সেখানেই রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন এবিভিপি কর্মীরা।
advertisement
advertisement
পুলিশ জোর করে অবরোধ তুলতে গেলে শুরু হয় সংঘর্ষ। ইট ছোড়াছুড়ি, লাঠিচার্জে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বেশ কয়েক জন এবিভিপি কর্মীকে আটক করে ভ্যানে তোলে পুলিশ।
পুলিশ এবং র‌্যাফের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশে হামলার অভিযোগ তুলেছে এবিভিপি। এমনকি, মহিলা সমর্থকের উপর পুরুষ পুলিশ বলপ্রয়োগ করেছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
advertisement
এ দিকে, মঙ্গলবার প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করেছিলেন আরজি করের জুনিয়র চিকিৎসকরাও। সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে সেই অভিযানও। কারণ, মঙ্গলবার একই সময়ে এবিভিপির মিছিল ছিল, সেই জন্যই এবিভিপির মিছিলের থেকে পৃথক থাকার জন্যই আরজি করের জুনিয়র চিকিৎসকরা আজকের মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ABVP Protest on RG Kar: স্বাস্থ্যভবনে পৌঁছাতে পারল না এবিভিপির মিছিল! মাঝপথে তুলকালাম পুলিশের সঙ্গে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement