Omar Abdullah: 'চিনতেই পারিনি, খুবই খারাপ লাগছে,' ওমর আবদুল্লার বর্তমান ছবি ট্যুইট করলেন মমতা

Last Updated:

গত বছর অগাস্টে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জম্মু--কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই ওমর আবদুল্লাকে বন্দি করে রেখেছে কেন্দ্র৷

#কলকাতা: জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার একটি ছবি ট্যুইটারে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একমুখ দাড়িতে ওমর আবদুল্লা যেন কার্যত অচেনা! গত বছর অগাস্টে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জম্মু--কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই ওমর আবদুল্লাকে বন্দি করে রেখেছে কেন্দ্র৷
শনিবার ওমরের ছবিটি ট্যুইট করেছেন মমতা৷ ছবিতে দেখা যাচ্ছে, হাসছেন ওমর৷ একমুখ কাঁচা-পাকা দাড়ি৷ তবে ছবিটি কবে তোলা হয়েছে, তা অবশ্য জানা যায়নি৷ মমতা ট্যুইটারে লিখেছেন, 'এই ছবিতে আমি ওমরকে চিনতেই পারিনি৷ খুব খারাপ লাগছে৷ খুবই দুর্ভাগ্যজনক যে, আমাদের গণতান্ত্রিক দেশে এটা ঘটছে৷ কবে থামবে?'
advertisement
advertisement
ওমরের বাবা ফারুক আবদুল্লা, আরেক প্রাক্ন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা-সহ কাশ্মীরের কয়েকশো রাজনৈতিক নেতা, সমাজকর্মী, আইনজীবী ও ব্যবসায়ীকে বন্দি করে রেখেছে কেন্দ্র৷ ধারা ১০৭-এ তাঁদের বন্দি করে রাখা হয়েছে৷ এই ধারায় বলা হয়েছে, জনসাধারণে শান্তি ভঙ্গ করতে পারে, কোনও ব্যক্তি সম্পর্কে এরকম তথ্য পাওয়া গেলে, তাঁকে ৬ মাস বন্দি করে রাখা যাবে৷ এই আইনকে পাবলিক সেফটি আইন বলে৷ গত ১৭ সেপ্চেম্বর থেকে এই আইনে ফারুক আবদুল্লাতে বন্দি রাখা হয়েছে৷
advertisement
৫ মাস পর সম্প্রতি জম্মু-কাশ্মীরে ২জি ইন্টারনেট পরিষেবা চালু করেছে প্রশাসন৷ তবে কোনও সোশ্যাল মিডিয়া খোলা যাবে না৷ শুধু কয়েকটি সরকারি ওয়েবসাইটই খুলবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Omar Abdullah: 'চিনতেই পারিনি, খুবই খারাপ লাগছে,' ওমর আবদুল্লার বর্তমান ছবি ট্যুইট করলেন মমতা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement