ডেঙ্গি, ম্যালেরিয়া ও করোনাকে জয় করে সুস্থ বৃদ্ধ, কামাল এমআর বাঙ্গুর হাসপাতালের

Last Updated:

একই সঙ্গে ডেঙ্গি, ম্যালেরিয়া এবং করোনা... তিন মারণ রোগকে এক সঙ্গে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার জেলার বাসিন্দা নন্দকিশোর পোদ্দার

#কলকাতা : একই সঙ্গে ডেঙ্গি, ম্যালেরিয়া এবং করোনা আক্রান্ত এক বৃদ্ধ। তিন মারণ রোগকে এক সঙ্গে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার জেলার বাসিন্দা নন্দকিশোর পোদ্দার। এই নিয়ে এখন জোর চর্চা টালিগঞ্জের এমআর বাঙ্গুর হাসপাতালে। সুস্থ হয়ে ওঠার পর হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন নন্দকিশোর পোদ্দারের পরিবারের সদস্যরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ৮ সেপ্টেম্বর ধুম জ্বর, শ্বাস কষ্ট, গায়ে ভীষন যন্ত্রণা এবং শারীরিক দুর্বলতার মত সমস্যা নিয়ে টালিগঞ্জের এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন বছর ৬২-র নন্দকিশোর পোদ্দার। চিকিৎসকরা প্রথমে ডেঙ্গি আক্রান্ত বলেই আশঙ্কা করেন। কিন্তু শুধু সন্দেহের বসে চিকিৎসা না করে, চিকিৎসকরা পরীক্ষার জন্য বৃদ্ধের শরীর থেকে রক্ত এবং লালা রস সংগ্রহ করেন। টেস্ট-রিপোর্ট দেখে রীতিমত চমকে ওঠেন চিকিৎসকেরা। দেখা যায়, পেশায় দিনমজুর ওই বৃদ্ধের শরীরে একই সঙ্গে থাবা বসিয়েছে মশা বাহিত রোগ ডেঙ্গি এবং ম্যালেরিয়া। করোনা ভাইরাসের পরীক্ষার জন্যে সংগৃহীত লালা রসের নমুনাও পজেটিভ। অর্থাৎ ওই বৃদ্ধ একই সঙ্গে তিন মারণ রোগে আক্রান্ত। চিকিৎসকেরা চিকিৎসা শুরু করেন দ্রুত।
advertisement
চিকিৎসকদের কথায় নন্দকিশোর পোদ্দার চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন প্রথম থেকেই। কিন্তু তাঁর শরীরে আগে থেকেই ছিল মধুমেয় এবং প্রেশারের সমস্যা। চিকিৎসার পাশাপাশি মনোবল জোগানো হচ্ছিল চিকিৎসকদের তরফে। এরপর একটানা চিকিৎসা চলার পর একদম সুস্থ হয়ে ওঠেন বৃদ্ধ। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। ইতিমধ্যেই ফিরেছেন স্বাভাবিক জীবনে। পরিবারের তরফে তাঁর ছেলে জানিয়েছেন, '' একসঙ্গে তিন মারণ রোগ শুনে প্রথমে ভয় লাগলেও, চিকিৎসকেরা অভয় দেন। এমআর বাঙ্গুর হাসপাতালের চিকিৎসকেরা খুব ভাল চিকিৎসা করেছেন। বাবা আজ একদম সুস্থ। আপাতত বাড়ির দৈনিক কাজকর্মও করছেন নিয়মিত। শারীরিক অসুবিধাও তেমন নেই বললেই চলে। ''
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডেঙ্গি, ম্যালেরিয়া ও করোনাকে জয় করে সুস্থ বৃদ্ধ, কামাল এমআর বাঙ্গুর হাসপাতালের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement