#কলকাতা: ওডাফা ইজ ব্যাক। সাদার্ন সমিতির হয়ে কলকাতায় খেলতে এসেই রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাখলেন ওকোলি ওডাফা।
ছ’ফুট লম্বা চেহারায় সামান্য মেদ জমেছে। পরিবর্তন বলতে শুধু এইটুকুই। না হলে ওকোলি ওডাফ সেই একই রকম মুডি। একই রকম মেজাজি। সাদার্নের হয়ে ৯ নম্বর জার্সি গায়ে চাপাবেন। সই-সাবুদ সেরেই হু্ঙ্কার দিয়ে বসলেন...ওডাফা শেষ হয় নি। একইরকম আছে। বাকিরাও সেটা বুঝতে পারবে।
বুধবারই সাদার্নের হয়ে একটি প্রস্তুতি ম্যাচে খেলবেন কিং কোবরা। প্রথম ম্যাচ থেকেই গোলের মুখ দেখতে চান গোলমেশিন। ‘প্রবলেম চাইল্ড’ ইমেজ ভেঙে টিমম্যান হয়ে উঠতে চান ওডাফা। আপাতত সাদার্নকে আই লিগের প্রিমিয়ারে পৌঁছে দিতে চান নাইজেরায়ান গোলমেশিন।
কলকাতায় নিজের তৃতীয় ইনিংসে ওডাফা সত্যিই নিজেকে প্রমান করতে মরিয়া হচ্ছেন।