Nusrat Jahan: কোটি কোটি টাকার ফ্ল্যাট প্রতারণার মামলা! ইডি দফতরে তারকা সাংসদ নুসরত জাহান
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
Nusrat Jahan: আজ ED -র তলব অভিনেত্রী সাংসদ নুসরত জাহানকে। ফ্ল্যাট প্রতারণার মামলায় সাংসদ-অভিনেত্রীকে তলব করে ইডি।
কলকাতা: আজ ED -র তলব অভিনেত্রী সাংসদ নুসরত জাহানকে। ফ্ল্যাট প্রতারণার মামলায় সাংসদ-অভিনেত্রীকে তলব করে ইডি। ইডি-র সমন পেয়ে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান সময়ের বেশ কিছু আগেই ইডি দফতরে পৌঁছে যান সকালে। CGO কমপ্লেক্সে হাজিরা নুসরতের। গতকাল এই একই মামলায় ইডির হাজিরা এড়িয়েছেন রাকেশ সিং।
সূত্রের খবর, নুসরতের বিপুল পরিমান সম্পত্তি, ফ্ল্যাট ও বিদেশ যাত্রার দিকে নজর ইডির। নুসরতের বিপুল ফ্ল্যাট সম্পত্তি, বিদেশ যাত্রার পিছনে কি এই মোটা টাকার একাংশ রয়েছে? উত্তর জানতেই আয় ব্যায়ের নথি খতিয়ে দেখছে ইডি। ফ্ল্যাট প্রতারণা মামলায় যে টাকা নেওয়া হয়েছিল প্রতারিতদের থেকে সেই টাকা কোথায় কোথায় ব্যবহার হয়েছে? সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে ইডি।
advertisement
advertisement
সূত্রের খবর কতগুলি অ্যাকাউন্টে টাকা গিয়েছে? নুসরত জাহানকে জিজ্ঞাসাবাদ করে সেই নিয়েও বয়ান রেকর্ড করা হবে। প্রতারিতদের অভিযোগের পরেও কেন টাকা ফেরত দেওয়া হয়নি করা হতে পারে সেই প্রশ্নও। অভিযোগ, সংশ্লিষ্ট কোম্পানিতে ডিরেক্টর পদে থাকা নুসরত ছাড়াও বাকি ছিলেন রূপলেখা, রাকেশরা। তাঁদের ভূমিকা সম্পর্কে নুসরত কী কী জানেন? সাংসদকে তোলা হতে পারে সেই প্রশ্নও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2023 11:25 AM IST