Nusrat Jahan: প্রতারণা কাণ্ডে আদালতে হাজিরা নুসরতের, চার হাজার টাকার বন্ডে জামিন নিলেন বসিরহাটের সাংসদ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
কলকাতা: ফ্ল্যাট প্রতারণা মামলায় শেষ পর্যন্ত আলিপুর আদালতে হাজিরা দিলেন অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরত জাহান৷ এ দিন আলিপুরের নিম্ন আদালতে হাজিরা দেন বসিরহাটের তৃণমূল সাংসদ৷
আদালতে সশরীরে হাজিরা দিতে না চেয়ে আলিপুর জজ কোর্টে আবেদন করেছিলেন নুসরত৷ কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে তাঁকে নিম্ন আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ বহাল রাখেন বিচারক৷ এর পরই এ দিন আলিপুর আদালতে যান নুসরত৷ যদিও আদালতের নির্দেশ ছিল, আগামী ২৪ জানুয়ারি হাজিরা দিতে হবে নুসরতকে৷ তার আগে এ দিনই আইনজীবীকে সঙ্গে নিয়ে আলিপুর আদালতে পৌঁছে যান অভিনেত্রী৷
advertisement
advertisement
আদালত সূত্রে খবর, ফ্ল্যাট প্রতারণা মামলায় এ দিন চার হাজার টাকার সিকিউরিটি বন্ডে জামিন নিয়েছেন বসিরহাটের সাংসদ৷ ফলে আপাতত স্বস্তি পেলেন তিনি৷
২০১৪ সালে নিউ টাউনে ফ্ল্যাট দেওয়ার নাম করে ৪২৯ জন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে অগ্রিম নিয়েছিল একটি সংস্থা৷ সেই সময় ওই সংস্থার ডিরেক্টর ছিলেন নুসরত৷ সব মিলিয়ে প্রায় ২৩ কোটি টাকা তোলে ওই সংস্থা৷ কিন্তু ৯ বছর কেটে গেলেও কেউই ফ্ল্যাট পাননি বলে অভিযোগ৷ যাঁরা টাকা দিয়েছিলেন, তাঁরা নুসরতের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় প্রতারণার অভিযোগ করেন৷ এর পরেই নুসরতের বিরুদ্ধে প্রতারণার মামলা শুরু হয়৷
advertisement
যদিও, এই অভিযোগ সামনে আসার পর নুসরত তা অস্বীকার করেন৷ আদালতে নুসরত আর্জি জানান, সশরীরে নয়, অভিনেত্রীর হয়ে তাঁর আইনজীবী আদালতে হাজিরা দেবেন৷ যদিও সেই আর্জি খারিজ করে দিয়ে সাংসদকে সশরীরের নিম্ন আদালতে হাজিরা দিতে নির্দেশ দেন বিচারকষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2024 5:05 PM IST