Nusrat Jahan: প্রতারণা কাণ্ডে আদালতে হাজিরা নুসরতের, চার হাজার টাকার বন্ডে জামিন নিলেন বসিরহাটের সাংসদ

Last Updated:
আদালতে হাজিরা দিলেন নুসরত৷ ফাইল ছবি
আদালতে হাজিরা দিলেন নুসরত৷ ফাইল ছবি
কলকাতা: ফ্ল্যাট প্রতারণা মামলায় শেষ পর্যন্ত আলিপুর আদালতে হাজিরা দিলেন অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরত জাহান৷ এ দিন আলিপুরের নিম্ন আদালতে হাজিরা দেন বসিরহাটের তৃণমূল সাংসদ৷
আদালতে সশরীরে হাজিরা দিতে না চেয়ে আলিপুর জজ কোর্টে আবেদন করেছিলেন নুসরত৷ কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে তাঁকে নিম্ন আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ বহাল রাখেন বিচারক৷ এর পরই এ দিন আলিপুর আদালতে যান নুসরত৷ যদিও আদালতের নির্দেশ ছিল, আগামী ২৪ জানুয়ারি হাজিরা দিতে হবে নুসরতকে৷ তার আগে এ দিনই আইনজীবীকে সঙ্গে নিয়ে আলিপুর আদালতে পৌঁছে যান অভিনেত্রী৷
advertisement
advertisement
আদালত সূত্রে খবর, ফ্ল্যাট প্রতারণা মামলায় এ দিন চার হাজার টাকার সিকিউরিটি বন্ডে জামিন নিয়েছেন বসিরহাটের সাংসদ৷ ফলে আপাতত স্বস্তি পেলেন তিনি৷
২০১৪ সালে নিউ টাউনে ফ্ল্যাট দেওয়ার নাম করে ৪২৯ জন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে অগ্রিম নিয়েছিল একটি সংস্থা৷ সেই সময় ওই সংস্থার ডিরেক্টর ছিলেন নুসরত৷ সব মিলিয়ে প্রায় ২৩ কোটি টাকা তোলে ওই সংস্থা৷ কিন্তু ৯ বছর কেটে গেলেও কেউই ফ্ল্যাট পাননি বলে অভিযোগ৷ যাঁরা টাকা দিয়েছিলেন, তাঁরা নুসরতের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় প্রতারণার অভিযোগ করেন৷ এর পরেই নুসরতের বিরুদ্ধে প্রতারণার মামলা শুরু হয়৷
advertisement
যদিও, এই অভিযোগ সামনে আসার পর নুসরত তা অস্বীকার করেন৷ আদালতে নুসরত আর্জি জানান, সশরীরে নয়, অভিনেত্রীর হয়ে তাঁর আইনজীবী আদালতে হাজিরা দেবেন৷ যদিও সেই আর্জি খারিজ করে দিয়ে সাংসদকে সশরীরের নিম্ন আদালতে হাজিরা দিতে নির্দেশ দেন বিচারকষ
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nusrat Jahan: প্রতারণা কাণ্ডে আদালতে হাজিরা নুসরতের, চার হাজার টাকার বন্ডে জামিন নিলেন বসিরহাটের সাংসদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement