হোম /খবর /কলকাতা /
NRS সুতোকাণ্ডে নজরে ৩ সংস্থা, সুতো সরবরাহকারী ২ সংস্থার খোঁজ

NRS সুতোকাণ্ডে নজরে ৩ সংস্থা, সুতো সরবরাহকারী ২ সংস্থার খোঁজ

Representative Image

Representative Image

৩ সংস্থার মধ্যে একটির অফিস প্রিন্স আনোয়ার শাহ রোডে। কিন্তু ছ’মাস আগেই নাকি পাততাড়ি গোটায় সংস্থাটি

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: এনআরএসে সর্বনেশে সুতোতেই কি প্রাণ গিয়েছে সদ্যোজাতের? নিউজ 18 বাংলার অন্তর্তদন্তে হদিশ মিলল তিন সুতো সরবরাহকারী সংস্থার। যারমধ্যে একটির অফিস প্রিন্স আনোয়ার শাহ রোডে। কিন্তু ছ’মাস আগেই নাকি পাততাড়ি গোটায় সংস্থাটি। অন্তর্তদন্তে চাঞ্চল্যকর তথ্য।কিন্তু সেই ঠিকানায় পৌঁছতেই জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য। ছ’মাস আগেই নাকি এই অফিস থেকে পাততাড়ি গুটিয়েছে সুচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।শিশুমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই দু’টি তদন্ত কমিটি গড়া হয়েছে। একটি ড্রাগ কন্ট্রোল বিভাগের। আরেকটি এনআরআস কর্তৃপক্ষের। তদন্তকারীদের নজরেও রয়েছে তিন সুতো সরবরাহকারী সংস্থা। সেই সংস্থাগুলির সরবরাহ করা সুতোর বত্রিশটি নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা।বৃহস্পতিবার এনআরএসে মৃত্যু হয় বাদুড়িয়ার দশ দিনের শিশুর। শনিবার মৃত্যু হয় মালদহের গাজোলের আরেক সদ্যোজাতের। দু’টি ক্ষেত্রেই অস্ত্রোপচারে নিম্নমানের সুতো ব্যবহারের অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Child death, NRS, Thread