NRC Assam: '২৫ লক্ষ বাঙালির নাম NRC-তে, যাঁরা হিন্দু', নাগরিক পঞ্জী ইস্যুতে আর যা বললেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -- ফাইল ছবি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -- ফাইল ছবি

বাঙালি-বিরোধী কাজের তীব্র বিরোধিতা করে মুখ্যমন্ত্রী বলেন, 'ডিটেনশন ক্যাম্পগুলিতে প্রচুর বাঙালিকে আটকে রাখা হয়েছে৷ ওঁরা কি অনুপ্রবেশকারী?

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: স্বাধীনতা দিবসের প্রাক্কালে অসমে জাতীয় নাগরিক পঞ্জী (NRC) নিয়ে বিজেপি-কে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একের পর এক নথি তুলে ধরে মুখ্যমন্ত্রী জানালেন, জাতীয় নাগরিক পঞ্জীর খসড়ার নামে বাদ দেওয়া হয়েছে বেশির ভাগ বাঙালিকে৷ তাঁর কথায়, '২৫ লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছে৷ ১৩ লক্ষ বাঙালি মুসলিমের নাম রয়েছে তালিকায়৷ গায়ের জোরে শরণার্থী তৈরি করছে বিজেপি৷ ডিটেশন ক্যাম্পগুলিতে আটকে রাখা হয়েছে অনেক বাঙালিকে৷'

    আরও পড়ুন: এনআরসি নিয়ে প্রতিবাদ, অসমে যাচ্ছেন বাংলার বিশিষ্টজনেরা

    মঙ্গলবার নবান্নে অসম বাঙালি ইউনাইটেড ফোরামের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ এরপরই এনআরসি নিয়ে বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মমতা৷ বলেন, '১৯৬৫ সালে আসা বাঙালিদেরও নাম রাখা হয়েছে এনআরসি-তে৷ তাঁরা কেন বাদ যাবেন? ভোটের জন্য রাজনৈতিক খেলা শুরু করেছে বিজেপি৷ জোর করে অনুপ্রবেশকারী বলা হচ্ছে৷ কেন তৃণমূল প্রতিনিধিদের আটকানো হল? কীসের ভয় বিজেপির?'

    আরও পড়ুন: ‘জামদানি শাড়ি, আম, ইলিশ মাছ- এসব কি অনুপ্রবেশকারী?’ NRC নিয়ে ফের সরব মমতা

    আরও পড়ুন: অসম NRC নিয়ে উত্তাল গোটা দেশ, জানেন কী এই NRC?

    বাঙালি-বিরোধী কাজের তীব্র বিরোধিতা করে মুখ্যমন্ত্রী বলেন, 'ডিটেনশন ক্যাম্পগুলিতে প্রচুর বাঙালিকে আটকে রাখা হয়েছে৷ ওঁরা কি অনুপ্রবেশকারী? পরিচয়পত্র থাকা সত্ত্বেও কেন এনআরসি-তে তাদের নাম উঠবে? কোনও রকম বাঙালি বিরোধী কাজ বরদাস্ত করব না৷ এই ভাবে ভারতীয় নাগরিকদেরও অপমান করা হচ্ছে৷ এ রাজ্যেও বিহারের বাসিন্দা রয়েছে৷ সব রাজ্যেই অন্য রাজ্যের মানুষ থাকেন৷ তাঁদের দেশ ভারত৷ ভারতীয় নাগরিক তাঁরা৷ দেশে এ ভাবে ভাগাভাগি করে কী লাভ! বাংলায় এনআরসি কোনওমতেই নয়৷ বাংলায় এসে বাংলা বিরোধী কাজ করবেন? যা ইচ্ছে চাইলেই তো করা যাবে না৷ বাংলাভাষী হওয়াটা কি অন্যায়? বাঙালি হলে কেন অসমে যাওয়া যাবে না? ভোট হলেই বিজেপি হারবে৷'

    এনআরসি নিয়ে সংবাদমাধ্যমের মুখ বন্ধ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, 'বিজেপি বলছে, কোনও ভারতীয়ের নাম নেই৷ আমার কাছে তো মা-বাবার জন্ম নথি নেই৷ পুরনো লোকেদের অনেকেরই জন্ম নথি নেই৷’

    দেশজুড়ে গণপিটুনির ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘গণপিটুনির নামে যা হচ্ছে সেটা কী? সেটা কি উগ্রপন্থার থেকে কিছু কম?

    ঠিক কী বললেন মমতা? শুনুন...

    First published:

    Tags: BJP, Mamata Banerjee, NRC Assam