corona virus btn
corona virus btn
Loading

জিডি বিড়লায় শিশু নিগ্রহের তদন্তের দায়িত্ব পেল গোয়েন্দা বিভাগ

জিডি বিড়লায় শিশু নিগ্রহের তদন্তের দায়িত্ব পেল গোয়েন্দা বিভাগ
নিজস্ব চিত্র

জিডি বিড়লায় শিশু নিগ্রহের তদন্তের দায়িত্ব পেল গোয়েন্দা বিভাগ

  • Share this:

 #কলকাতা: জিডি বিড়লায় শিশু নিগ্রহের তদন্তের দায়িত্ব নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। শিশু নিগ্রহের ঘটনায় উঠে আসতে পারে বহু গুরুত্বপূর্ণ মোড়। সেই সম্ভাবনা মাথায় রেখেই যাদবপুর থানার পরিবর্তে তদন্তভার দেওয়া হল গোয়েন্দা বিভাগকে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দীর্ঘক্ষণ টালিগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

জিডি বিড়লাকাণ্ডের দায়িত্বে গোয়েন্দা বিভাগ। যাদবপুর থানার হাত থেকে এদিনই তদন্তভার নেয় গোয়েন্দা বিভাগ। তদন্ত করবেন ডিসি ডিডি টু নীলু শেরপা।

তদন্তে ফের প্রিন্সিপালকে জেরার সম্ভাবনা

জেরা করা হতে পারে স্কুলের শিক্ষিকা ও কর্মীদেরও বয়ান যাচাই করা হতে পারে

জিডি বিড়লার ঘটনায় প্রিন্সিপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিত শিশুর পরিবারের। এই আবেদনকেই এফআইআর হিসাবে গণ্য করার আবেদনও করা হয়েছে।

স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুটছেন অন্য অভিভাবকরাও। প্রিন্সিপালের বিরুদ্ধে ব্যবস্থা সহ একগুচ্ছ দাবিতে টালিগঞ্জ ট্রাম ডিমোর সামনেও বিক্ষোভ দেখান অভিভাবতকরা। পুলিশের সঙ্গে আলোচনার পর সেখান থেকে বিক্ষোভ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। পরে স্কুলের সামনে থেকেও এদিনের মতো তোলা হয় অবরোধ।​

First published: December 3, 2017, 6:26 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर