বাসের রেষারেষিতে দুর্ঘটনা থামাতে ১৫ অগাস্টের মধ্যে চালু হচ্ছে চালক-খালাসির বেতন

Last Updated:
 #কলকাতা: বাড়তি কমিশনের লোভে বাসের রেষারেষি। তাতেই ঘটছে দুর্ঘটনা। পরিস্থিতি মোকাবিলায়, কমিশন প্রথা তুলে বেতন চালুর পরামর্শ দিয়েছিল পরিবহণ দফতর। কিন্তু, বেতন প্রথায় আপত্তি জানিয়েছে ইউনিয়নের একাংশ। পরিবহণ দফতরের নির্দেশ, ১৫ অগাস্টের মধ্যে মাইনে প্রথা চালুর করতে হবে। ১০ অগাস্টের মধ্যে কলকাতাসহ পাঁচ জেলায় চালু হবে টাইম টেবিল।
শহর কলকাতা থেকে জেলা। বাসের রেষারেষি। তাতেই নিত্যদিনের দুর্ঘটনা। সারাবছর প্রচার চালিয়েও সচেতন করা যায়নি। নিউজ 18 বাংলার খবরে উঠে আসে,
- দুর্ঘটনার প্রধান কারণ ওভারটেকিং
advertisement
- যত বেশি ট্রিপ তত বেশি কমিশন
- তাই যাত্রী তুলতে চলে রেষারেষি
বেলাগাম বাসের রেষারেষি আটকাতে ২৬ জুন চালক-খালাসিদের কমিশন নিয়ে বৈঠক করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে সিদ্ধান্ত হয়,
advertisement
- ১৫ জুলাই থেকে বেসরকারি বাসে বেতন প্রথা চালু হবে
- চালক ও কনডাকটরদের কমিশনের বদলে দিতে হবে বেতন
- বেতন নিয়ে নাক গলাবে না রাজ‍্য সরকার
- সময়সূচি, রুট, স্টপেজ ঠিক করবে সরকার
আরও পড়ুন 
অসম NRC নিয়ে উত্তাল গোটা দেশ, জানেন কী এই NRC?
ইউনিয়নের একাংশের আপত্তিতে ১৫ জুলাই মাইনে প্রথা চালু হয়নি। ১ অগাস্ট পরবর্তী দিন ঠিক হয়। কিন্তু, এখনও অনিহা জানাচ্ছে ইউনিয়নের একাংশ। মঙ্গলবার রুট কমিটিগুরি বৈঠক হয়। সরকার স্পষ্ট করে দিয়েছে,
advertisement
- ১৫ অগাস্ট থেকে মাইনে প্রথা চালুর নির্দেশ
- ১০ অগাস্টের মধ্যে কলকাতাসহ ৫ জেলায় চালু টাইম টেবিল
ইউনিয়নগুলি অবশ্য এখনও কমিশন প্রথার হয়েই সওয়াল করছে। তাদের দাবি, পরিকাঠামো নিশ্চিত না করেই সরকার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।
advertisement
ইতিমধ্যেই শহরতলির এক্সপ্রেস বাসে চালু হয়ে গিয়েছে মাইনে প্রথা। খুশি চালক-কন্ডাক্টররা।
রিপোর্টার- আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাসের রেষারেষিতে দুর্ঘটনা থামাতে ১৫ অগাস্টের মধ্যে চালু হচ্ছে চালক-খালাসির বেতন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement