• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • এবার বাড়ল এসি বাসের ভাড়া, দেখে নিন নয়া ভাড়ার তালিকা

এবার বাড়ল এসি বাসের ভাড়া, দেখে নিন নয়া ভাড়ার তালিকা

Representative Image

Representative Image

 • Share this:

  #কলকাতা: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে এবার বাড়ল এসি বাসের ভাড়া ৷ নন এসি বাসের ভাড়া বৃদ্ধির প্রায় এক মাস পর বাড়ল এসি বাসের ভাড়া ৷ প্রতি স্টেজে ৫ টাকা করে ভাড়া বাড়াল পরিবহন দফতর ৷

  এদিন বিজ্ঞপ্তি জারি করে পরিবহণ দফতর জানায়, এবার থেকে এসি ভলভো বাসে উঠলেই দিতে হবে ৩০ টাকা ৷ অন্য এসি বাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া রাখা হয়েছে ২০ টাকা ৷

  আরও পড়ুন 

  শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে আরও একটি মামলা আদালতে, তবে কি বন্ধ হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া?

  গত ১১ জুন থেকে নয়া ভাড়া লাগু হয়েছে বেসরকারি নন-এসি বাসগুলিতে ৷ বাসে উঠলেই দিতে হবে ৭টাকা। ৪ কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া ৭টাকা। ৪ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত বাসের ভাড়া হবে ৯ টাকা। ১২ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া ১০ টাকা হচ্ছে। ১৬থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ভাড়া হচ্ছে ১১ টাকা। ২০ থেকে ২৪ কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া হবে ১২ টাকা। ২৪ কিলোমিটারের পর প্রতি ৪ কিলোমিটারে বাড়বে ১ টাকা করে।

  মিনি বাসের ক্ষেত্রে নূন্যতম বাস ভাড়া হচ্ছে ৮ টাকা। প্রথম তিন কিলোমিটার এই ভাড়াতেই যাওয়া যাবে। ৩ থেকে ৬ কিলোমিটার মিনিবাসের ভাড়া হবে ৯ টাকা। ৬-১০ কিলোমিটারে ১০ টাকা। ১৬ কিমি পর্যন্ত যেতে লাগবে ১১টাকা। ১৬ কিমির পর প্রতি ৩ কিমিতে বাড়বে ১টাকা করে।

  First published: