জেএনইউ-এর পথে যাদবপুর, রাজ্য প্রথমবার ছাত্র সংসদ ভোটে নোটা

Last Updated:

পথপ্রদর্শক JNU ৷ এবার সেই পথেই যাত্রা শুরু করল যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ লোকসভা, বিধানসভা নির্বাচনের পর এবার ছাত্র সংসদ নির্বাচনেও শুরু হচ্ছে নোটা-র ব্যবহার ৷

#কলকাতা: পথপ্রদর্শক JNU ৷ এবার সেই পথেই যাত্রা শুরু করল যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ লোকসভা, বিধানসভা নির্বাচনের পর এবার ছাত্র সংসদ নির্বাচনেও শুরু হচ্ছে নোটা-র ব্যবহার ৷ দেশের মধ্যে এর আগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনে নোটা অপশন থাকলেও রাজ্যে এই প্রথম ৷
মঙ্গলবারই বিশ্ববিদ্যালয়ের তরফে সে কথা জানানো হয়েছে ৷ এদিন ছাত্র ও শিক্ষকদের মধ্যের এক বৈঠকে এবারের সংসদ নির্বাচনে নোট অপশন রাখার সিদ্ধান্ত গৃহীত হয় ৷ চলতি বছরের জুলাই মাসেই সংসদ নির্বাচনের ধাঁচে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলিতেও নোট অপশন রাখার প্রস্তাব দিয়েছিল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর্থাৎ ইউজিসি ৷
আগামী ২৫ জানুয়ারী যাদবপুরে ছাত্র নির্বাচন ৷ ওইদিনই বিজ্ঞান, কলা ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্র সংসদের জন্য মতগ্রহণ বা ভোটদান হবে ৷ মোট ভোটার প্রায় সাত হাজারের কাছাকাছি ৷ এর একদিন পর অর্থাৎ ২৭ জানুয়ারি গণনার পর প্রকাশিত হবে ফলাফল ৷ রাজ্যের প্রথম কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের সংসদ নির্বাচনে নোটা ব্যবহারের সাক্ষী থাকতে চলেছে যাদবপুরের ক্যাম্পাস ৷
advertisement
advertisement
২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রথম কমিশন বৈদ্যুতিন ভোটযন্ত্রে বা EVM-এ নোটা বোতাম চালু করে ৷ নির্বাচনের কোনও প্রার্থীকে পছন্দ না হলে নান অব দ্য অ্যাবাভ, সংক্ষেপে নোটা বোতাম টিপে নিজের ভোট দিতে পারেন ভোটার ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
জেএনইউ-এর পথে যাদবপুর, রাজ্য প্রথমবার ছাত্র সংসদ ভোটে নোটা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement