জেএনইউ-এর পথে যাদবপুর, রাজ্য প্রথমবার ছাত্র সংসদ ভোটে নোটা

Last Updated:

পথপ্রদর্শক JNU ৷ এবার সেই পথেই যাত্রা শুরু করল যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ লোকসভা, বিধানসভা নির্বাচনের পর এবার ছাত্র সংসদ নির্বাচনেও শুরু হচ্ছে নোটা-র ব্যবহার ৷

#কলকাতা: পথপ্রদর্শক JNU ৷ এবার সেই পথেই যাত্রা শুরু করল যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ লোকসভা, বিধানসভা নির্বাচনের পর এবার ছাত্র সংসদ নির্বাচনেও শুরু হচ্ছে নোটা-র ব্যবহার ৷ দেশের মধ্যে এর আগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনে নোটা অপশন থাকলেও রাজ্যে এই প্রথম ৷
মঙ্গলবারই বিশ্ববিদ্যালয়ের তরফে সে কথা জানানো হয়েছে ৷ এদিন ছাত্র ও শিক্ষকদের মধ্যের এক বৈঠকে এবারের সংসদ নির্বাচনে নোট অপশন রাখার সিদ্ধান্ত গৃহীত হয় ৷ চলতি বছরের জুলাই মাসেই সংসদ নির্বাচনের ধাঁচে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলিতেও নোট অপশন রাখার প্রস্তাব দিয়েছিল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর্থাৎ ইউজিসি ৷
আগামী ২৫ জানুয়ারী যাদবপুরে ছাত্র নির্বাচন ৷ ওইদিনই বিজ্ঞান, কলা ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্র সংসদের জন্য মতগ্রহণ বা ভোটদান হবে ৷ মোট ভোটার প্রায় সাত হাজারের কাছাকাছি ৷ এর একদিন পর অর্থাৎ ২৭ জানুয়ারি গণনার পর প্রকাশিত হবে ফলাফল ৷ রাজ্যের প্রথম কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের সংসদ নির্বাচনে নোটা ব্যবহারের সাক্ষী থাকতে চলেছে যাদবপুরের ক্যাম্পাস ৷
advertisement
advertisement
২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রথম কমিশন বৈদ্যুতিন ভোটযন্ত্রে বা EVM-এ নোটা বোতাম চালু করে ৷ নির্বাচনের কোনও প্রার্থীকে পছন্দ না হলে নান অব দ্য অ্যাবাভ, সংক্ষেপে নোটা বোতাম টিপে নিজের ভোট দিতে পারেন ভোটার ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জেএনইউ-এর পথে যাদবপুর, রাজ্য প্রথমবার ছাত্র সংসদ ভোটে নোটা
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement