North-East Railway: পরিবার বিচ্ছিন্ন, হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধারে সচেষ্ট উত্তর-পূর্ব সীমান্ত রেল... গ্রেফতার ৯ পাচারকারী
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Rachana Majumder
Last Updated:
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী রেলওয়ে প্রাঙ্গনে অসুরক্ষিত শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
নয়াদিল্লি: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে বিভিন্ন কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন বা হারিয়ে যাওয়া শিশুদের শনাক্ত করা এবং উদ্ধার করার দায়িত্ব পালন করে চলেছে। ২০২৫-এ রেলওয়ে সুরক্ষা বাহিনী মোট ১১০১ জন শিশুকে উদ্ধার করে এবং সঠিক পুনর্বাসনের জন্য তাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে হস্তান্তর করে। মিশন একশ্যন এগেইনস্ট হিউম্যান ট্রেফিকিং)-এর অধীনে ৯ জন পাচারকারীকে গ্রেফতারের পাশাপাশি ৯ জন শিশু এবং ৮০ জন প্রাপ্তবয়স্ককে উদ্ধার করা হয়েছে।
২০২৬ এর ২১ জানুয়ারি গুয়াহাটি রেলওয়ে সুরক্ষা বাহিনী সিপিডিএস এবং সিআইবি দলের সহযোগিতায় গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে দু-জন পলাতক নাবালককে উদ্ধারকরেছে। যত্ন, সুরক্ষা ও পুনর্বাসনের জন্য দুই নাবালককে নিরাপদে গুয়াহাটির চাইল্ড লাইনের কাছে হস্তান্তর করা হয়েছে। একই দিনে কামাখ্যা রেলওয়ে স্টেশনে রেলওয়ে সুরক্ষা বাহিনী একজন পলাতক নাবালিকাকে উদ্ধার করেছে। অভিযানটি কামাখ্যা রেলওয়ে সুরক্ষা বাহিনী দ্বারা পরিচালিত হয়েছিল। পরবর্তীকালে তাকে নিরাপদ হেফাজত পুনর্বাসনের জন্য গুয়াহাটির চাইল্ড লাইনের কাছে হস্তান্তর করা হয়।
advertisement
advertisement
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী রেলওয়ে প্রাঙ্গনে অসুরক্ষিত শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘অপারেশন নান্নে ফারিস্তে’ ভারতীয় রেল সুরক্ষা বাহিনী (RPF)-এর একটি বিশেষ উদ্যোগ, যা রেল স্টেশন ও ট্রেনে বিপথগামী, নিখোঁজ, বা পাচারকারী চক্রের কবলে পড়া শিশুদের উদ্ধারের কাজ করে। ২০১৮ সালে শুরু হওয়া এই অভিযানের মাধ্যমে হাজার হাজার সুবিধাবঞ্চিত শিশুকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 26, 2026 9:20 AM IST









