পাহাড়ে শান্তি ফেরাতে বৈঠক নবান্নে, আলোচনায় কোন কোন ইস্যু তুলে ধরতে চলেছে মোর্চা

Last Updated:

পাহাড়ে শান্তি ফেরাতে বৈঠক নবান্নে, আলোচনায় কোন কোন ইস্যু তুলে ধরতে চলেছে মোর্চা

#দার্জিলিং: গোর্খাল্যান্ড আন্দোলন নিয়ে সম্মানজনক পথ খুঁজে বের করতেই ২৯ অগাস্ট সর্বদলীয় বৈঠকে যোগ দিতে চলেছে মোর্চা। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বিনয় তামাঙের নেতৃত্বে মোর্চার পাঁচ সদস্যের প্রতিনিধি দল আসছে নবান্নে। সঙ্গে থাকছেন পাহাড়ের অন্যান্য দলের প্রতিনিধিরাও। অন্যদিকে রাজ্যের বার্তা, পাহাড়ে শান্তি ফেরানোই বৈঠকের মূল লক্ষ্য।
৭০ দিন ধরে অশান্ত পাহাড়। আগুন-গুলি-মৃত্যু, কিছুই বাদ যায়নি। অবশেষে, ঘরে বাইরে চাপের মুখে আলোচনার টেবলে মোর্চা নেতারা। জল্পনা ছিল আলোচনায় মোর্চার তরফে নেতৃত্ব দেবেন কে। মোর্চার নয়া চিফ কো অর্ডিনেটর বিনয় তামাঙের নেতৃত্বেই ২৯ অগাস্ট নবান্নে আসছেন মোর্চার পাঁচ প্রতিনিধি।
প্রতিনিধি দলে কারা?
advertisement
- বিনয় তামাঙ ছাড়াও প্রতিনিধি দলে আর বি ভুজেল, অনীত থাপা, রোহিত থাপা ও ছিরিং দাহাল
advertisement
- বাকি রাজনৈতিক দলগুলির তরফেও ৪ জন করে প্রতিনিধি থাকবেন
- আলোচনায় নেতৃত্ব দেবেন বিনয় তামাং ও জিএনএলএফ নেতা নীরজ জিম্বা
সোমবারই সমতলে নামতে পারেন পাহাড়ের প্রতিনিধিরা। আলোচনার টেবলে কোন কোন ইস্যু তুলে ধরবে মোর্চা ?
- ২০১২ সালের মতো গোর্খাল্যান্ডের দাবিকেই ফের আলোচনার টেবলে রাখতে চাইছে মোর্চা
- সেইসঙ্গে, মোর্চানেতাদের ওপর চলা মামলা প্রত্যাহার
advertisement
- আন্দোলন চলাকালীন নিহতদের মৃত্যু নিয়ে সিবিআই অথবা বিচারবিভাগীয় তদন্ত
- পাহাড়ে দ্রুত ইন্টারনেট পরিষেবা চালু করা
- আপাতত জিটিএ নির্বাচনে সায় না দেওয়া
গত সত্তর দিনের ধকল ঝেড়ে ফেলে দিয়ে পাহাড়ে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোই লক্ষ্য রাজ্য সরকারের। রাজ্যের যুক্তি,
- পাহাড়ে এইমুহূর্তে খাদ্য সংকট তীব্র
- লাগাতার আন্দোলনের জেরে ধুঁকছে পাহাড়ের পর্যটন ও চা শিল্প
advertisement
- যখন তখন পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মোর্চার ছেলেখেলা
- পাহাড় থেকে অনির্ষ্টকালের বনধ তোলা ও শান্তি ফেরানোই লক্ষ্য রাজ্যের
পার্বত্য পরিষদ থেকে ২০১২ সালের ১৪ মার্চ জিটিএ গঠন। ২৯ অগাস্টের বৈঠকেও মোর্চা তেমনই দর কষাকষির পুনরাবৃত্তি ঘটাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পাহাড়ে শান্তি ফেরাতে বৈঠক নবান্নে, আলোচনায় কোন কোন ইস্যু তুলে ধরতে চলেছে মোর্চা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement