সঠিক সিদ্ধান্ত! কোনও দর্শক ছাড়াই পুজো করবে ঐতিহ্যবাহী সন্তোষ মিত্র স্কোয়ার

Last Updated:

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর তাঁদের প্রতিমা তৈরি করছেন শিল্পী মিন্টু পাল।

#কলকাতা: পুজো এবার শুধু নিজেদের পাড়ায় আবদ্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার। দর্শক ছাড়াই এবার  সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো হবে। সিদ্ধান্ত অনুযায়ী পুজো মণ্ডপে ঢুকতে পারবেন শুধুই পাড়ার বাসিন্দারা। মণ্ডপ দূরের কথা, পুজোর মাঠেও এবার ঢুকতে পারবেন না দর্শকরা।
করোনা মহামারীর মধ্যেই এবার রাজ্যে হচ্ছে দুর্গাপুজো। ভিড় করলে করোনা সংক্রমণ বাড়বে, এই আশঙ্কাতেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিল শহরের নামী পুজো উদ্যোক্তা সন্তোষ মিত্র স্কোয়ার। পুজোর সময় মণ্ডপে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি।প্রতিমা দর্শন থেকে পুজো, আলোকসজ্জা; সবটাই দর্শনার্থীদের দেখার সুযোগ করে দেওয়া হবে ভার্চুয়ালি। ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। শহরের অন্যতম প্রাচীন এই দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ একেবারে তৈরি। তৈরি আলোকসজ্জাও। যা দেখতে  দেখার জন্য ভিড় করেন দর্শনার্থীরা। সেই ভিড় এড়াতেই এবার এই সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্তারা। এবার মণ্ডপের দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ক্লাব। অর্থাৎ প্রতিমা দর্শন থেকে আলোকসজ্জা, পুজো দেখা- সবটাই ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।লকডাউনের মধ্যে প্রতিমা শিল্পীকে অগ্রিম দিয়েই প্রস্তুতি শুরু করেছিল সন্তোষ মিত্র স্কোয়ার।
advertisement
advertisement
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর তাঁদের প্রতিমা তৈরি করছেন  শিল্পী মিন্টু পাল। প্রতি বছরই থিমের চমকে আলাদা করে নজর কাড়ে মধ্য কলকাতার এই হেভিওয়েট পুজো। এই মণ্ডপেই মায়ের গায়ে উঠেছিল সোনার শাড়ি। তৈরি করা হয়েছিল বিশালাকার রথ। সেই রথ রুপোর পাত দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। লেবুতলার সোনার পাতে মোড়া দুর্গা প্রতিমা দেখে গতবছর লক্ষ লক্ষ দর্শনার্থীর চোখ ধাঁধিয়ে গিয়েছিল
advertisement
পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ বলেছেন- “দুর্গাপুজোকে ঘিরে পশ্চিমবঙ্গে কয়েক হাজার কোটি টাকার বাজার তৈরি হয়। পুজো না হলে, বাজারটা পুরো ধ্বংস হয়ে যাবে। তাতে ক্ষতিগ্রস্ত হবেন হাজার হাজার গরিব মানুষ। আবার যদি অসুখটা বেড়ে যায় তাহলে পুজো দেখতে আসাটাই কারণ হয়ে থাকবে। তাই, পুজো এবার শুধু পাড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাকিরা দেখবেন ভার্চুয়ালি”।
advertisement
*SUJIT BHOWMIK*
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
 সঠিক সিদ্ধান্ত! কোনও দর্শক ছাড়াই পুজো করবে ঐতিহ্যবাহী সন্তোষ মিত্র স্কোয়ার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement