কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে থাকছে না পাক ছবি !
Last Updated:
তাহলে কী ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের আঁচ পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ? তাহলে কী সার্জিক্যাল
#কলকাতা: তাহলে কী ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের আঁচ পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ? তাহলে কী সার্জিক্যাল স্ট্রাইকের উত্তাপের জন্যই কলকাতার সিনে প্রেমিকরা এবারের চলচ্চিত্র উৎসবে দেখেত পারবেন না পাকিস্তানের ছবি ? বৃহস্পতিবার নন্দনে অনুষ্ঠিত হওয়া ফিল্ম ফেস্টিভ্যালের সাংবাদিক বৈঠকে বার বার উঠে এল এই প্রশ্নই ৷ তবে ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকরা জানিয়েছেন, এবারের ফেস্টিভ্যালে পাক ছবি না আসার একমাত্র কারণ ডিস্ট্রিবিউটার সমস্যা !
১১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসব ৷ ৬৫ টি দেশের ১৫৬ টি ছবি দেখানো হবে এবারে চলচ্চিত্র উৎসবে ৷ তবে সব দেশের ছবি থাকলেও, এবারের উৎসব থেকে বাদ পড়ল পাক ছবি ৷ বৃহস্পতিবার নন্দনে সাংবাদিক বৈঠকে চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন গৌতম ঘোষ জানান, ‘এবারের ফিল্ম উৎসবে পাক ছবি না থাকার পিছনে কোনওরকম রাজনৈতিক কারণ নেই ৷ মূলত ডিস্ট্রিবিউটার সমস্যার জন্যই পাকিস্তানি ছবি দেখানো যাচ্ছে না !’
advertisement
জানা গিয়েছে, চলচ্চিত্র উৎসবের জন্য ছবি বাছাইয়ের সময় একটি পাকিস্তানি ছবিকে বাছা হয়েছিল ৷ পড়ে সেই ছবিকে বাদ দেওয়া হয় ৷ গৌতম ঘোষ জানিয়েছেন, ‘বাছাই করা ছবি বাদ দেওয়ার পিছনেও রয়েছে ডিস্ট্রিবিউটার সমস্যা !’
advertisement
প্রতিবার যেখানে ১০ নভেম্বর থেকে শুরু হয় কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে এবার ১১ নভেম্বর শুরু হতে চলেছে ৷ চলবে ১৮ নভেম্বর অবধি ৷ ফিল্ম ফেস্টিভ্যালের উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসবেন, অমিতাভ বচ্চন, কাজল, সঞ্জয় দত্ত ৷ বাংলা ছবি দেখিয়েই শুরু হবে এবারের ফিল্ম উৎসব ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2016 6:00 PM IST