টিকিটবিহীন ভ্রমণ আর নয়! বিনা টিকিটের যাত্রী ধরতে এবার বিরাট অভিযান হাওড়া ডিভিশনে

Last Updated:

পূর্ব রেলওয়ে সকল যাত্রীদের অসুবিধা এবং জরিমানা এড়াতে যথাযথ এবং বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করার জন্য আবেদন জানিয়েছে।

বিনা টিকিটে যাত্রী ধরতে অভিযান
বিনা টিকিটে যাত্রী ধরতে অভিযান
কলকাতা: টিকিটবিহীন ভ্রমণ রোধ এবং ভ্রমণ বিধি আরও ভালভাবে মেনে চলা নিশ্চিত করার প্রচেষ্টায় পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ আজ হাওড়া স্টেশনে রেলওয়ে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সহকারী বাণিজ্যিক ব্যবস্থাপকের সহযোগিতায় একটি বিশেষ ম্যাজিস্ট্রেট চেকিং অভিযান পরিচালনা করেছে।
৯ জন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)এবং ৩ জন সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) কর্মীর সহায়তায় মোট ৫৪ জন টিকিট চেকিং কর্মী এই নিবিড় অভিযানে অংশ নিয়েছিলেন। অভিযান চলাকালীন, মোট ৭৯৩টি টিকিট অনিয়ম সনাক্ত করা হয়েছিল, যার মধ্যে ৫৬৪টি মামলা বিহীন ভ্রমণের বলে প্রমাণিত হয়েছিল। এর ফলে ঘটনাস্থলেই মোট ২,৭১,৮৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান যাত্রী শৃঙ্খলা, রাজস্ব সুরক্ষা এবং প্রকৃত যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের প্রতি পূর্ব রেলওয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। অননুমোদিত ভ্রমণ রোধ করতে এবং স্টেশন ও ট্রেনে নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করতে আগামী দিনগুলিতে বিভাগজুড়ে একই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
advertisement
advertisement
পূর্ব রেলওয়ে সকল যাত্রীদের অসুবিধা এবং জরিমানা এড়াতে যথাযথ এবং বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করার জন্য আবেদন জানিয়েছে। হাওড়া স্টেশন-সহ পূর্ব রেলওয়ের বিভিন্ন অঞ্চলে টিকিট চেকিং অভিযান জোরদার করা হয়েছে, যার ফলে বিনা টিকিটে যাত্রা বন্ধ করার পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে এবং অনেক ক্ষেত্রে জরিমানা করা হয়েছে। ভুয়ো টিকিট পরীক্ষক চিহ্নিত করতে এবং যাত্রীদের প্রতারণা থেকে রক্ষা করতে নতুন পরিচয়পত্র চালু করা হয়েছে। হাওড়া ডিভিশনের বাণিজ্যিক বিভাগ নিয়মিত এবং আকস্মিক টিকিট পরীক্ষা অভিযান চালিয়ে এই উল্লেখযোগ্য বৃদ্ধি নিশ্চিত করেছে। পূর্ব রেলের তরফ থেকে যাত্রীদের টিকিট কাউন্টার, স্বয়ংক্রিয় টিকিট বিক্রয় যন্ত্র (ATVM), IRCTC ওয়েবসাইট এবং UTS মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিটিং সহ বিভিন্ন সুবিধাজনক টিকিটিং বিকল্পগুলি ব্যবহার করার জন্য উৎসাহিত করা হচ্ছে। নিরবিচ্ছিন্ন ও মসৃণ লেনদেনের জন্য, যাত্রীরা QR কোড পেমেন্ট মোডও ব্যবহার করতে পারেন বলে জানানো হয়েছে ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
টিকিটবিহীন ভ্রমণ আর নয়! বিনা টিকিটের যাত্রী ধরতে এবার বিরাট অভিযান হাওড়া ডিভিশনে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement