পুজো মণ্ডপের মধ্যে সেলফি তুললেই বাজেয়াপ্ত হবে ফোন
Last Updated:
সেলফি বিপাকে পুজো উদ্যোক্তারা। মণ্ডপে দীর্ঘ সময় থাকছেন দর্শনার্থীরা। সেলফি তোলার ভিড়ে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
#কলকাতা: সেলফি বিপাকে পুজো উদ্যোক্তারা। মণ্ডপে দীর্ঘ সময় থাকছেন দর্শনার্থীরা। সেলফি তোলার ভিড়ে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। ত্রিধারার পুজো মণ্ডপে বিপত্তির আশঙ্কা দেখা দেয়। এরপরই সেলফি তোলা ঠেকাতে উদ্যোগী হয় পুলিশ। মণ্ডপের মধ্যে নিষিদ্ধ হল সেলফি। সেলফি তুললে বাজেয়াপ্ত হবে ফোন। ইতিমধ্যেই সেলফি তোলার জন্য ত্রিধারা পুজো মণ্ডপ থেকে পঞ্চাশটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, ‘মণ্ডপে সেলফি তুললেই বাজেয়াপ্ত করা হবে ফোন ৷ এর মূল কারণ হচ্ছে বড় বড় পুজো প্যাণ্ডেলে প্রচন্ড ভিড়ের মধ্যে সেলফি তুলতে গেলে সমস্যার সৃষ্টি হচ্ছে ৷ অত মানুষের মধ্যে হঠাৎ করে একটি গ্রুপ দাঁড়িয়ে সেলফি তোলার জন্য দাঁড়িয়ে পড়ল পুরো লাইন থমকে যায় ৷ শুরু হয় ধাক্কাধাক্কি ৷ অন্যদের প্রতিমা দর্শন করতে অসুবিধা হয় ৷ তাই কলকাতা পুলিশের সঙ্গে যৌথভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
advertisement
প্রচার চালানো হলেও এতো ভিড়ে সকলের উপর নজর রাখা প্রায় অসম্ভব হয়ে উঠেছে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2017 10:28 AM IST