ফ্লাডলাইট সরানোর নির্দেশ আদালতের ! আই লিগের ম্যাচ অনিশ্চিত রবীন্দ্র সরোবরে
Last Updated:
আদালতের নির্দেশে রবীন্দ্র সরোবরে ফ্লাডলাইট সরছে আইএসএল শেষে।
#কলকাতা: আদালতের নির্দেশে রবীন্দ্র সরোবরে ফ্লাডলাইট সরছে আইএসএল শেষে। আর তাতেই সরোবর থেকে সরছে আই লিগ। সিএবি আবার ওই ফ্লাডলাইট যাদবপুর ক্রিকেট ক্যাম্পাসে সরিয়ে নিয়ে যাওয়ার অঙ্ক কষছে।
সরোবরে এর ফলে স্বভাবতই অনিশ্চিত আই লিগ। বাধা আদালতের নির্দেশ। আইএসএল শেষেই ফ্লাডলাইট খুলে ফেলতে হবে রবীন্দ্র সরোবর থেকে। আবার আই লিগের সম্প্রচার সংস্থা নৈশালোকে ম্যাচ করার বিষয়ে অনড়। সরোবরে আই লিগ হওয়া নিয়ে তাই জটিলতা বাড়ছে। পরিস্থিতি যা, তাতে হয়তো ইস্টবেঙ্গল-মোহনবাগানকে আই লিগে হোম ম্যাচ খেলতে ভেন্যু বাছতে হবে সেই জীর্ণ বারাসত স্টেডিয়ামকেই। সেক্ষেত্রে আই লিগে অনুশীলনের মাঠ হিসেবে সরোবরের মাঠ-কে বাছতে পারে দুই প্রধান।
advertisement
পরিস্থিতি দেখে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে সিএবি। আইএসএল শেষেই সরোবরের ফ্লাডলাইট নেওয়ার জন্য সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সরোবরের ফ্লাডলাইট যাদবপুর ক্রিকেট ক্যাম্পাসে বসানোর পরিকল্পনা রয়েছে সিএবির।
advertisement
এদিকে আইএসএলে ধনাচন্দ্রার চোটে বড় ধাক্কা খেল চেন্নাইয়ান এফসি। প্রি-সিজন চলার সময় এই একই জায়গায় চোট পেয়েছিলেন ধনচান্দ্রা। সেখানেই আবার চোট পেয়ে এ বার ছিটকে দিল আইএসএল থেকেই। যদিও দ্রুত মাঠে ফেরার চেষ্টা করছেন তিনি। পরের সপ্তাহেই অনুশীলনে ফিরতে পারেন তিনি। অনুশীলনে ফিরলেও খেলার মতো পরিস্থিতি তৈরি হবে কি না সেটা এখনই বোঝা যাচ্ছে না। কারণ অস্ত্রোপচার করা হতে পারে ধনচন্দ্রার পায়ে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2016 4:22 PM IST