Kolkata Port: আর সূর্যোদয়ের অপেক্ষা না, এবার রাতেও জাহাজ চলবে কলকাতা বন্দরে! শুরু নাইট নেভিগেশন
- Published by:Debamoy Ghosh
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরের সহযোগিতায় চালু হয়েছে এই প্রযুক্তি। রাতে নদীর নাব্যতা অনুযায়ী নির্দিষ্ট পথ অনুসরণ করে জাহাজ কীভাবে বন্দরের কাছে এসে নোঙর করবে, তা বাতলে দেবে ওই ব্যবস্থা।
এবার রাতেও জাহাজ চলাচল করবে কলকাতা বন্দরে। হুগলি নদী দিয়ে জাহাজ চলাচলের পরিকাঠামো প্রস্তুত। শনিবার ভোর রাতে জাহাজ চলাচল করল নাইট নেভিগেশন ব্যবহার করে। রাতে ৬ মিটারের বেশি নাব্যতা মিলছে শিপিং চ্যানেলে। নাইট নেভিগেশন শুরু হওয়ায় জাহাজ চলাচলের সংখ্যা বাড়বে। এর ফলে কম সময়ে পণ্য ওঠানামা করবে৷ আইআইটি মাদ্রাজ, দি ন্যাশনাল টেকনোলজি সেন্টার ফর পোর্টস-এর সহযোগিতায় এই কাজ সম্ভব হল।
কলকাতা বন্দরের কাজ এখন চলে ভাগীরথীর মন বুঝে। কখন জোয়ার আসবে, সেই অনুযায়ী নির্ভর করে জাহাজ চলাচল থেকে পণ্য ওঠানামার কাজ। কিন্তু রাতে জোয়ার থাকলেও এখন স্যান্ডহেড (মোহনা) থেকে ডকের মুখ পর্যন্ত আসতে পারে না জাহাজ। এই অবস্থায় নতুন প্রযুক্তির ‘নাইট নেভিগেশন’ বা নৈশ জাহাজ চলাচল ব্যবস্থা চালু করল কলকাতা বন্দর। ২০৩০ সালের মধ্যে বন্দরে পণ্য ওঠানামার পরিমাণ ১০ কোটি টনে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ চলছে, এটা তারই অঙ্গ।হুগলি নদীতে দিনে দু’বার জোয়ার-ভাটার ভিত্তিতে কলকাতা বন্দরে ‘ডকিং ব্যবস্থা’ বা জাহাজ চলাচল নিয়ন্ত্রণ হয়। সূর্য ডুবে গেলে অপেক্ষা সেই পরের দিন পর্যন্ত। তাতে যে-সময় নষ্ট হয়, সেটা সাশ্রয় করার জন্যই আধুনিক প্রযুক্তি ব্যবহার হল।
advertisement
বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরের সহযোগিতায় চালু হয়েছে এই প্রযুক্তি। রাতে নদীর নাব্যতা অনুযায়ী নির্দিষ্ট পথ অনুসরণ করে জাহাজ কীভাবে বন্দরের কাছে এসে নোঙর করবে, তা বাতলে দেবে ওই ব্যবস্থা। নাব্যতা অনুযায়ী পথ নির্ধারণ করে দিশা দেখাবে কম্পিউটার। ভার্চুয়াল ‘বয়া’র মাধ্যমে তার সঙ্কেত পেয়ে যাবেন জাহাজের নাবিক।কলকাতা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে বন্দরে পণ্য ওঠানামার পরিমাণ ১০ কোটি টনে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ চলছে। বন্দর-কর্তাদের দাবি, যাতায়াতে সময় সাশ্রয় হলে বন্দরের উৎপাদনশীলতা ৩০% পর্যন্ত বেড়ে যেতে পারে। শনিবার রাত থেকেই কলকাতা বন্দরে জাহাজ চলাচল করবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2025 11:09 AM IST