Kolkata Port: আর সূর্যোদয়ের অপেক্ষা না, এবার রাতেও জাহাজ চলবে কলকাতা বন্দরে! শুরু নাইট নেভিগেশন

Last Updated:

বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরের সহযোগিতায় চালু হয়েছে এই প্রযুক্তি। রাতে নদীর নাব্যতা অনুযায়ী নির্দিষ্ট পথ অনুসরণ করে জাহাজ কীভাবে বন্দরের কাছে এসে নোঙর করবে, তা বাতলে দেবে ওই ব্যবস্থা।

News18
News18
এবার রাতেও জাহাজ চলাচল করবে কলকাতা বন্দরে। হুগলি নদী দিয়ে জাহাজ চলাচলের পরিকাঠামো প্রস্তুত। শনিবার ভোর রাতে জাহাজ চলাচল করল নাইট নেভিগেশন ব্যবহার করে। রাতে ৬ মিটারের বেশি নাব্যতা মিলছে শিপিং চ্যানেলে। নাইট নেভিগেশন শুরু হওয়ায় জাহাজ চলাচলের সংখ্যা বাড়বে। এর ফলে কম সময়ে পণ্য ওঠানামা করবে৷ আইআইটি মাদ্রাজ, দি ন্যাশনাল টেকনোলজি সেন্টার ফর পোর্টস-এর সহযোগিতায় এই কাজ সম্ভব হল।
কলকাতা বন্দরের কাজ এখন চলে ভাগীরথীর মন বুঝে। কখন জোয়ার আসবে, সেই অনুযায়ী নির্ভর করে জাহাজ চলাচল থেকে পণ্য ওঠানামার কাজ। কিন্তু রাতে জোয়ার থাকলেও এখন স্যান্ডহেড (মোহনা) থেকে ডকের মুখ পর্যন্ত আসতে পারে না জাহাজ। এই অবস্থায় নতুন প্রযুক্তির ‘নাইট নেভিগেশন’ বা নৈশ জাহাজ চলাচল ব্যবস্থা চালু করল কলকাতা বন্দর। ২০৩০ সালের মধ্যে বন্দরে পণ্য ওঠানামার পরিমাণ ১০ কোটি টনে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ চলছে, এটা তারই অঙ্গ।হুগলি নদীতে দিনে দু’বার জোয়ার-ভাটার ভিত্তিতে কলকাতা বন্দরে ‘ডকিং ব্যবস্থা’ বা জাহাজ চলাচল নিয়ন্ত্রণ হয়। সূর্য ডুবে গেলে অপেক্ষা সেই পরের দিন পর্যন্ত। তাতে যে-সময় নষ্ট হয়, সেটা সাশ্রয় করার জন্যই আধুনিক প্রযুক্তি ব্যবহার হল।
advertisement
বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরের সহযোগিতায় চালু হয়েছে এই প্রযুক্তি। রাতে নদীর নাব্যতা অনুযায়ী নির্দিষ্ট পথ অনুসরণ করে জাহাজ কীভাবে বন্দরের কাছে এসে নোঙর করবে, তা বাতলে দেবে ওই ব্যবস্থা। নাব্যতা অনুযায়ী পথ নির্ধারণ করে দিশা দেখাবে কম্পিউটার। ভার্চুয়াল ‘বয়া’র মাধ্যমে তার সঙ্কেত পেয়ে যাবেন জাহাজের নাবিক।কলকাতা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে বন্দরে পণ্য ওঠানামার পরিমাণ ১০ কোটি টনে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ চলছে। বন্দর-কর্তাদের দাবি, যাতায়াতে সময় সাশ্রয় হলে বন্দরের উৎপাদনশীলতা ৩০% পর্যন্ত বেড়ে যেতে পারে। শনিবার রাত থেকেই কলকাতা বন্দরে জাহাজ চলাচল করবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Port: আর সূর্যোদয়ের অপেক্ষা না, এবার রাতেও জাহাজ চলবে কলকাতা বন্দরে! শুরু নাইট নেভিগেশন
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement