JMB case to be taken by NIA| কলকাতায় ধৃত তিন জেএমবি জঙ্গিকে হেফাজতে নিচ্ছে এনআইএ

Last Updated:

ধৃত নাজিউর-সহ তিন জেএমবি জঙ্গিকে এবার সামনে বসে জেরা করবেন এনআইএ আধিকারিকরা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই মর্মে নির্দেশিকা ইতিমধ্যে এসে গিয়েছে।

#কলকাতা: পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সর হাতে গ্রেফতার হওয়া তিন জামাতুল মুজাহিদিন (JMB) জঙ্গিকে নিজেদের হেফাজতে নিচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সী (NIA)। ধৃত নাজিউর সহ তিন জেএমবি জঙ্গিকে এবার সামনে বসে জেরা করবেন এনআইএ আধিকারিকরা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই মর্মে নির্দেশিকা ইতিমধ্যে এসে গিয়েছে।
সূত্র মারফত খবর পেয়ে গত ১১ জুলাই হরিদেবপুর থেকে এই তিন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ শাখা। পরে আরও একজনকে গ্রেফতার হয় বারাসাত থেকে।  বিপুল অর্থ সংগ্রহ এবং নতুন মডিউলে স্লিপার সেল তৈরি৷ এই দুই লক্ষ্য নিয়েই কলকাতায় এসে গা ঢাকা দিয়েছিল তিন জামাত জঙ্গি৷ কলকাতার কয়েকটি ব্যাঙ্ক, গয়নার শোরুম, আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতি করার জন্য রেইকিও করেছিল তারা৷ আর এই গোটা ছকের নেপথ্যে রয়েছে বাংলাদেশে জেলবন্দি জামাত জঙ্গি তাহিদ তাসনিম৷ জেলে বসেই তাহিদ এই গোটা পরিকল্পনা ছকেছিল বলে অনুমান কলকাতা পুলিশের এসটিএফ-এর৷ এবার সেই ঘটনাতেই ঢুকতে চাইছে এনআইয়ে। তিন জঙ্গিকে কবে কোর্টে তোলা হবে তা জানতে আদালতে আবেদন জানাবে এনআইএ।
advertisement
১১ জুলাই হরিদেবপুরের একটি ভাড়া বাড়ি থেকে নাজিউর রহমান, শেখ সাব্বির ও রবিউল নামে তিন জামাতুল মুজাহিদিনের জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতদের জেরায় জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া নিয়েছিল ধৃতরা। ফল বিক্রি করে, রিকশা চালিয়ে এলাকায় বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল এই তিন জঙ্গি।
advertisement
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এসটিএফ জানতে পারে, সেলিম মুন্সি নামক আরও একে জঙ্গি এদের এলাকায় বাড়ি ভাড়া পেতে সাহায্য করে। বাংলাদেশের জেএমবি-র নেতা আল আমিন, যে এই মুহূর্তে বাংলাদেশের এক জেলে বন্দি রয়েছে, তার নির্দেশেই ১৫জনের দল বাংলাদেশ থেকে মালদহ সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করে। জেএমবি-র নতুন মডিউল তৈরির নির্দেশ ছিল আল আমিনের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
JMB case to be taken by NIA| কলকাতায় ধৃত তিন জেএমবি জঙ্গিকে হেফাজতে নিচ্ছে এনআইএ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement