বড়সড় হামলার ছক! মুর্শিদাবাদে NIA-র জালে ৬ আল কায়েদা জঙ্গি, এর্নাকুলামে ৩

Last Updated:

মুর্শিদাবাদ থেকে যারা ধরা পড়েছে, তারা হল, নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মণ্ডল, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল ও আতিউর রহমান৷

#কলকাতা: ভারতে বড়সড় জঙ্গি নাশকতার ছক বানচাল করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)৷ পশ্চিমবঙ্গ ও কেরল থেকে মোট ৯ জন আল কায়েদা জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ৷ পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ ও কেরলের এর্নাকুলাম থেকে গ্রেফতার ৩ জন আল কায়েদা জঙ্গি৷
এনআইএ জানিয়েছে, ধৃতদের থেকে একাধিক নথি, ডিজিটাল ডিভাইস, ধারাল অস্ত্র, দেশি বোমা, বন্দুক, জেহাদি বইপত্র, বিস্ফোর তৈরির বই উদ্ধার হয়েছে৷ এছাড়াও একাধিক সিমকার্ড পাওয়া গিয়েছে৷ এই জঙ্গিরা মূলত অর্থ সংগ্রহের দায়িত্বে ছিল৷ একই সঙ্গে হামলার ছকও বানাতো৷ সোশ্যাল মিডিয়ায় এরা পাকিস্তানে আল কায়েদার নেতাদের সঙ্গে যোগাযোগ রাখত৷ দিল্লি সহ দেশের একাধিক শহরে হামলার ছক ছিল এদের৷
advertisement
advertisement
মুর্শিদাবাদ থেকে যারা ধরা পড়েছে, তারা হল, নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মণ্ডল, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল ও আতিউর রহমান৷ কেরলের এর্নাকুলামে ধৃত জঙ্গিরা হল, মুর্শিদ হাসান, ইয়াকুব বিশ্বাস ও মোশারেফ হোসেন৷
advertisement
গোপন সূত্রে আল কায়েদা মডিউলের খবর পেয়ে দিল্লি থেকে কলকাতায় আসেন NIA-র ১২ জন আধিকারিক৷ ৪টি গাড়িতে মুর্শিদাবাদ যান তাঁরা৷ শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের একাধিক জায়গায় অভিযান চালিয়ে ৬ জন আল কায়েদা জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ৷ আজ অর্থাত্‍ শনিবার মালদহ ও মুর্শিদাবাদের একাধিক জায়গা ফের তল্লাশি চালাবে এনআইএ৷
এনআইএ-র এক মুখপাত্র জানিয়েছেন, ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় একাধিক হামলা চালানোর ছক করছিল এই জঙ্গিরা৷ এদের উদ্দেশ্য ছিল, প্রচুর মানুষকে হত্যা করার৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
বড়সড় হামলার ছক! মুর্শিদাবাদে NIA-র জালে ৬ আল কায়েদা জঙ্গি, এর্নাকুলামে ৩
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement