Newtown Salt Lake Sector v: নিউটাউন-সেক্টর ফাইভে নাইট শিফটে মহিলাদের নিরাপত্তা চাই, হাইকোর্টে মামলা! রাজ্যকে বড় নির্দেশ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Newtown Salt Lake Sector V: IT সেক্টর বিশেষত নিউটাউনের মতো জায়গায় রাতে নাইট শিফটে কাজে নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে।
কলকাতা: IT সেক্টর বিশেষত নিউটাউনের মতো জায়গায় রাতে নাইট শিফটে কাজে নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে। মহিলাদের নিরাপত্তায় গাইডলাইন তৈরি করার নির্দেশ হাইকোর্টের।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ :
রাজ্যের সচিব এ ব্যাপারে একটা সিনিয়র আধিকারিকদের টিম গঠন করে পর্যালোচনা করে দেখবে কীভাবে এই নিরাপত্তার ব্যবস্থাকে আরও উন্নত করা যায়। এই সংক্রান্ত একটি খসড়া তৈরি করে গোটা রাজ্যে তা বাস্তবায়ন করতে হবে।
advertisement
আবেদনকারীর আইনজীবী :
হিমাচল, তেলেঙ্গানা, কর্ণাটক সরকারের এই বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। রাজ্যও সেই রকম গাইডলাইন তৈরি করুক।
advertisement
শির্ষণ্য বন্দোপাধ্যায়, রাজ্যের আইনজীবী:
“রাত্রের সাথী ” প্রকল্প করেছে। যা মেডিক্যাল কলেজ,হস্টেল বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মহিলাদের জন্য প্রযোজ্য।
১৬/১/২৫ এ ইলেকট্রনিক কমপ্লেক্স থানা নিরাপত্তা বিষয়ক এক বিজ্ঞপ্তি জারি করেছে।
আইটি সেক্টরে রাতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা কলকাতা হাইকোর্টে সেই বিজ্ঞপ্তির কপি এদিন জমা দেয়।
তাতে উল্লেখ:- কলেজ মোড়, ওয়েবেল মোড়, এস ডিএফ, আর ডি বি এবং এই থানা অঞ্চলের অন্যান্য স্থানে মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যাবস্থা করেছে পুলিশ প্রশাসন।
advertisement
আরও পড়ুন: শীত চলে গেলে পাওয়া কঠিন; বাজার থেকে সঞ্চয় করে রাখুন এই শাক, ওজন কমাতে সিদ্ধহস্ত! ভিটামিনে ভরপুর
* এই এলাকাগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে যাতে অন্ধকারের সুযোগ নিয়ে কিছু অপ্রতিকার ঘটনা না ঘটে।
* দিবারাত্রি এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল ছাড়াও উইনার্স প্রকল্পে মহিলা বাহিনী রাখা হয়েছে।
* পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।
advertisement
এছাড়া নবদিগন্ত ইন্ডসাট্রিয়াল টাউনশিপ কতৃপক্ষের সহযোগিতায় সংবেদনশীল জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে।
* বাঘিনী প্রকল্পের মাধ্যমে আইটিতে কর্মরত মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
* মহিলা বাহিনীর উইনার্স টিম প্রতিনিয়ত গাড়ি ও বাইসাইকেলের মাধ্যমে এলাকায় টহল দেয়।
* দিবারাত্রি আর টি ভ্যানের মাধ্যমে পুলিশ টহল দেয়।
* ২১৫ বাসট্যাণ্ড, সেক্টর ফাইভ বাসট্যাণ্ড, কলেজ মোড়, অটোস্যাণ্ড-সহ গুরুত্বপূর্ণ জায়গায় পুরুষ ও মহিলা সাদা পোশাকে পুলিস মোতায়েন করা হয়েছে।
advertisement
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ :
রাজ্যের সচিব এ ব্যাপারে একটা সিনিয়র আধিকারিকদের টিম গঠন করে পর্যালোচনা করে দেখবে কিভাবে এই নিরাপত্তার ব্যাবস্থাকে আরও উন্নত করা যায়। এই সংক্রান্ত একটি খসড়া তৈরি করে গোটা রাজ্যে তা বাস্তবায়ন করতে হবে। (রিপোর্টার– অর্ণব হাজরা)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2025 6:51 PM IST