Newtown Case: নিউটাউনে এবার আরও কড়া নিরাপত্তা, নাবালিকাকে ধর্ষণ-খুনের জেরে বিরাট সিদ্ধান্ত
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Newtown Case: নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় নিউটাউন থানা এলাকার নিরাপত্তায় জোর।নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।
কলকাতা: নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় নিউটাউন থানা এলাকার নিরাপত্তায় জোর।নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।নিউটাউন থানার পক্ষ থেকে আপাতত এই ক্যামেরাগুলো বসানো হচ্ছে। এনকেডিএ তরফ থেকেও বসানো হবে ক্যামেরা এমনটাই পুলিশ সূত্রে খবর।
গত ১০ তারিখ এনকেডিএ আধিকারিক ও নিউটাউন থানার পুলিশ নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এর পাশাপাশি একটি বৈঠক করেন বলে পুলিশ সূত্রে খবর। যে বৈঠকে সিদ্ধান্ত হয় কোথায় কোথায় নতুন করে ক্যামেরা লাগাতে হবে কোথায় কোথায় লাইট লাগাতে হবে। সেই সব জায়গায় একদিকে যেমন নিউটাউন থানার পক্ষ থেকে ক্যামেরা লাগানো হচ্ছে ঠিক তেমনি এন কে ডি এর তরফ থেকেও ক্যামেরা লাগানো হবে।
advertisement
advertisement
মূলত বলা যেতে পারে যে ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গা। এছাড়াও যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের লাইট ঠিক করা হয়েছে। যদিও ওরকম একাধিক খালপাড়ের রাস্তা রয়েছে যেখান দিয়ে মানুষ যাতায়াত করে সেই রাস্তাগুলোর লাইট বেহাল দশা রাস্তার পাশে রয়েছে জঙ্গল যেগুলো কোনওরকম ফেনসিং ছাড়াই রয়েছে।গাছ আবর্জনার কারণে কোথাও বন্ধ হয়েছে রাস্তা।
advertisement
নতুন করে কোথায় ক্যামেরা বসলো৷ লোহাপুল ৪ টি ক্যামেরা , ব্রিজের নিচে লাইট লাগানো হয়েছে৷ মৃধা মার্কেট ব্রিজ ৪ টি ক্যামেরা৷ গৌরাঙ্গ ঢালাই ব্রিজ ৩ টি ক্যামেরা৷ যাত্রাগাছি আর আর সাইট ৫টি ক্যামেরা৷ মিশন বাজার ৩টি ক্যামেরা
advertisement
জ্যোতিনগরে ১ টি ক্যামেরা৷ এছাড়াও যাত্রাগাছি মোর, গৌরাঙ্গ নগর নতুন ব্রিজ, তরুলিয়া ঝিলপারে আরও ক্যামেরা বসানো হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 13, 2025 10:57 AM IST








