সাতসকালে নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা! হেলমেট ছাড়াই চালাচ্ছিলেন স্কুটি, ছিটকে পড়ে রক্তক্ষরণ, মৃত্যু!
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
সাতসকালে নিউটাউনে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি চালকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছিলেন ওই যুবক।
এত বার সতর্কতা জারি সত্ত্বেও ফের হেলমেট ছাড়া সফর! নিউটাউনে দ্রুত গতির স্কুটি দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। হেলমেট ব্যবহার না করা এবং অতিরিক্ত গতি—দু’টিই এই মৃত্যুর ক্ষেত্রে বড় কারণ বলে প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এদিন সকালে নিউটাউনের বিশ্ববাংলা গেটের দিক থেকে একটি স্কুটি নিয়ে আকাঙ্খা মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। ইকোপার্কের এক নম্বর গেট ও দুই নম্বর গেটের মাঝামাঝি এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডিভাইডারে ধাক্কা মারেন। ধাক্কার অভিঘাতে তিনি ছিটকে পড়েন এবং মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।
advertisement
advertisement
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে স্কুটি চালানোর কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। ডিভাইডারে ধাক্কা মারার পর রেলিংয়ে ছিটকে পড়েন তিনি। মৃত যুবকের নাম ত্রিদিপ চৌধুরী। তাঁর বাড়ি বাগুইআটি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2026 9:31 AM IST









