নগদ সঙ্কট মেটাতে হাওড়া ও শিয়ালদহে রেলের নয়া ব্যবস্থা
Last Updated:
নগদ সঙ্কট মেটাতে হাওড়া ও শিয়ালদহে রেলের নয়া ব্যবস্থা ৷ সোমবার থেকে বদলে যাচ্ছে টিকিট কাটার নিয়ম ৷ ভারতে এমন ব্যবস্থা প্রথম চালু হচ্ছে এই শহরেই ৷
#কলকাতা: নগদ সঙ্কট মেটাতে হাওড়া ও শিয়ালদহে রেলের নয়া ব্যবস্থা ৷ সোমবার থেকে বদলে যাচ্ছে টিকিট কাটার নিয়ম ৷ ভারতে এমন ব্যবস্থা প্রথম চালু হচ্ছে এই শহরেই ৷ নোট বাতিলের পর এক মাসেরও বেশি সময় কেটে গেলেও নোট যন্ত্রণা অব্যাহত ৷ নগদের আকালে সঙ্কটে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন ৷ খুচরো আনতে দিন ফুরোয় ৷ এমতাবস্থায় খুচরো টাকার অভাবে বাসে, ট্রেনের টিকিট কাউন্টারে হল্লা, ঝগড়া রোজকার দৃশ্য ৷ এর থেকেই হাওড়া ও শিয়ালদহ রুটে ট্রেনের নিত্যযাত্রীদের মুক্তি দিতে নয়া ব্যবস্থা চালু করল রেল কর্তৃপক্ষ ৷
দু’দিন আগেই এই ব্যবস্থার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ সেই অনুযায়ী সোমবার থেকেই ডিজিট্যাল পেমেন্টের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা ৷ তবে এই ব্যবস্থা দেশের মধ্যে প্রথম শুরু হচ্ছে হাওড়া ও শিয়ালদহ শাখায় ৷ রেলমন্ত্রকের তরফে এই কথা জানানো হয় পূর্ব রেলকে ৷
সোমবার থেকে নগদের বদলে কার্ড ব্যবহার করে মান্থলি এবং লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন হাওড়া ও শিয়ালদহ শাখার নিত্যযাত্রীরা ৷ একইসঙ্গে কার্ডের মাধ্যমে বা অনলাইনে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে রেলের মান্থলি টিকিট ও সিজিনাল টিকিট কাটলে তাতে মোট মূল্যের উপর ৫ শতাংশ ছাড় দেওয়া হবে ৷ বৃহস্পতিবারই একথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
advertisement
advertisement
এছাড়াও ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করে রেলের সংরক্ষিত কামরার জন্য টিকিট কাটলে যাত্রীরা বিনামূল্যে ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বীমার সুবিধা পাবেন ৷ খাবার সহ ওয়েটিং রুম ও রেলের অন্যান্য পরিষেবা উপভোগের খরচ ডিজিটাল পদ্ধতিতে মেটানো হলে মোট দামের উপর ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে ৷ অর্থাৎ কার্ডের মাধ্যমে লেনদেন করলে বিভিন্ন ক্ষেত্রে কম দামে বেশি সুবিধা পাওয়ার সুযোগ করে দিল কেন্দ্র ৷ তবে আগামী বছর অর্থাৎ ২০১৭-এর পয়লা জানুয়ারি থেকে এই ছাড় লাগু হবে ৷
advertisement
নোট বাতিলের একমাস পরেও মেটেনি নগদ সঙ্কট ৷ তাই সেই অবস্থা সামাল দিতে ক্যাশলেস লেনদেন জোর দিচ্ছে সরকার ৷ নোট বাতিলের একমাস পূর্তিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ডিজিট্যাল লেনদেনে একগুচ্ছ সুযোগ সুবিধার কথা ঘোষণা করেন ৷ পেট্রোল থেকে ট্রেনের টিকিট, নিত্যনৈমিত্তিক কেনাকাটা থেকে আমোদ প্রমোদ, এবার কার্ডের ব্যবহারে খরচ কমবে অনেকটাই ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2016 4:26 PM IST