New Rule for Toto-Auto: রাতের নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ-খুন, এবার নিউটাউনে টোটো-অটোর কী হবে? বিরাট সিদ্ধান্ত নিল পুলিশ
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
New Rule for Toto-Auto: নিউ টাউনে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় পরেই নড়েচড়ে বসলো বিধান নগর পুলিশ কমিশনারেট। ই-রিক্সা অটো, টোটো চালকদের সচিত্র পরিচয় পত্র নেবে পুলিশ। এবার থেকে প্রত্যেকের নাম নথিভুক্ত করতে হবে পুলিশের কাছে।
কলকাতাঃ নিউ টাউনে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় পরেই নড়েচড়ে বসলো বিধান নগর পুলিশ কমিশনারেট। ই-রিক্সা অটো, টোটো চালকদের সচিত্র পরিচয় পত্র নেবে পুলিশ। এবার থেকে প্রত্যেকের নাম নথিভুক্ত করতে হবে পুলিশের কাছে। ইতিমধ্যেই, তাঁদের আইডি কার্ড সংগ্রহ করার নির্দেশ জারি করা হয়েছে বিধান নগর পুলিশের পক্ষ থেকে।
রাজ্য পুলিশের Www. Pcc. Wb. Gov. In ওয়েবসাইট আছে সেখানে অনলাইনে রিক্সাচালকদের আধার কার্ড ইমেইল আইডি নাম দিয়ে নথিভুক্ত করতে হবে। বিধান নগর পুলিশ কমিশনারের এলাকায় ১০ থেকে ১২ হাজার রিক্সা নিত্যদিন চলাচল করে। এই সমস্ত চালকদের কোন তথ্য এতদিন পুলিশের কাছে ছিল না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঐশ্বর্য নন, জয়া-অমিতাভের বাড়ির এই বৌমাই সকলের চোখের মণি! সুন্দরী অভিনেত্রীর ঝুলিতে একগাদা হিট
সেই কারণে রাজ্য পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে প্রতিটি রিক্সাচালকদের বিস্তৃত তথ্য সংগ্রহ করা শুরু করতে চলেছে। চলতি মাসের মধ্যেই এই কাজ শেষ হবে। বেশিরভাগ রিক্সাচালক ভিন রাজ্য থেকে এই সমস্ত এলাকায় থেকে রিকশা চালায় তাই কোনও অপ্রতিকর ঘটনা এড়াতে এই পদক্ষেপ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2025 1:29 PM IST







