#কলকাতা: বাস চলবে কি না, চললে কি দিতে হবে নতুন ভাড়া? নাকি পুরনো ভাড়াতেই চলবে বাস। এই নিয়ে ক’দিন ধরে আলোচনার শেষ নেই। বেসরকারি বাস মালিকেরা বারবারই বলেছেন, সামাজির দূরত্ববিধি মেনে যদি বাস চালাতে হয়, তাহলে ভাড়া বাড়াতেই হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাসে যত আসন তত যাত্রী নেওয়ার কথা। তাতেও ক্ষতি হওয়ার আশঙ্কায় পুরনো ভাড়াতে বাস নামাতে চাননি বেসরকারি বাস মালিকেরা। এবার সেই কারণেই নতুন করে বাসভাড়া প্রস্তাব করল রেগুলটরি কমিটি।
বেসরকারি বাসের নতুন ভাড়ার মানদণ্ড প্রস্তাব করা হল। নতুন প্রস্তাবে বলা হয়েছে, ৫ কিলোমিটার পর্যন্ত ১০ টাকা ভাড়া, ৫-১৩ কিলোমিটার ১২ টাকা ভাড়া, ১৩-১৭ কিলোমিটার ভাড়া ১৫ টাকা ভাড়া দিতে হবে। মিনিবাসের ক্ষেত্রেও নতুন ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে ৪ কিলোমিটার পর্যন্ত ১২ টাকা ভাড়া, ৪-৮ কিলোমিটারে ভাড়া ১৫ টাকা, ৮-১২ কিলোমিটারে ১৬ টাকা ভাড়া দিতে হবে।
নতুন ভাড়ার কাঠামো প্রস্তাব করেছে রেগুলটরি কমিটি। সেই কমিটির প্রস্তাব এবার যাবে রাজ্য সরকারের কাছে। তারপর ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Busfare, Privatebus, Westbengal