#কলকাতা: দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্কুলে এমন কিছু ঘটনা ঘটেছে যা উদ্বেগ বাড়িয়েছে অভিভাবকদের। তা সে নয়ডার রায়ান স্কুল হোক বা কলকাতার জিডি বিড়লা। অভিভাবকদের উদ্বেগ দূর করতে তাই এবার আসছে উন্নত প্রযুক্তির ব্যবস্থা। মাইক্রো চিপ প্রযুক্তির মাধ্যমে প্রত্যেক ছাত্র-ছাত্রীর ওপর নজরদারির সুযোগ আসছে।
যৌন নির্যাতনের অভিযোগে তোলপাড় হয়েছিল জি ডি বিড়লার মতো শহরের নামি ইংরেজি মাধ্যম স্কুল। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন অভিভাবকরা। নয়ডার রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে ছাত্র খুনের ঘটনাতেও কর্তৃপক্ষের নজরদারির অভাবের অভিযোগ সামনে এসেছিল। দেশের বিভিন্ন প্রান্তের স্কুলগুলিতে এইসব ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। উদ্বেগ দূর করতে অ্যাপ আনল একটি তথ্যপ্রযুক্তি সংস্থা। আই কার্ডের মধ্যে বসানো থাকবে মাইক্রো চিপ। যার মাধ্যমে পড়ুয়াদের গতিবিধি সহজে নজরে আসবে।
এই মাইক্রো চিপের মাধ্যমে একাধিক সুবিধা মিলবে। তথ্যপ্রযুক্তি সংস্থার দাবি-
-এই প্রযুক্তির মাধ্যমে পড়ুয়াদের অ্যাটেনডেন্স হয়ে যাবে। আলাদা করে রোল কল করতে হবে না-এক সেকশনের পড়ুয়া অন্য সেকশনে গেলেও বোঝা যাবে
-কেউ বেশি সময় ধরে শৌচাগারে থাকলে কর্তৃপক্ষের কাছে অ্যালার্ট আসবে-কোনও ছাত্র-ছাত্রী সংরক্ষিত এলাকায় গেলেও জানা যাবে-পড়ুয়াদের মধ্যে ঝামেলা হলেও কর্তৃপক্ষকে সচেতন করবে এই প্রযুক্তি-এমনকী স্কুল বাসে থাকার সময়ও কোনও ঘটনা ঘটলে তাও নজরে আসবেঅত্যাধুনিক এই প্রযুক্তির ব্যবহার হলে অভিভাবকদের উদ্বেগ, শঙ্কা দূর হবে বলে আশ্বস্ত করেছে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Microchip, New App, School Security, Students security