সোনাগাছি খুনে চাঞ্চল্যকর তথ্য, নজরে অপহৃত দুই কিশোরী

Last Updated:

সোনাগাছিতে স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা নিরাপত্তাকর্মীর খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷

#কলকাতা: সোনাগাছিতে স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা নিরাপত্তাকর্মীর খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ নিখোঁজ দুই কিশোরীই এখন তদন্তকারীর প্রাইম সাসপেক্ট ৷
স্বেচ্ছাসেবীর সংস্থার সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য থেকে খুনের ঘটনায় নতুন সূত্র পেয়েছে পুলিশ ৷ বুধবার সকালেই উত্তর কলকাতার নিষিদ্ধপল্লীর কাছেই স্বেচ্ছাসেবী সংস্থার অফিস থেকে উদ্ধার হয় মহিলা নিরাপত্তারক্ষীর মৃতদেহ ৷ গলায় গামছা পেঁচিয়ে শিলনোড়া দিয়ে দাঁত ও মুখ থেঁতলে নৃশংসভাবে খুন করা হয়েছে তাঁকে ৷
ঘটনায় উঠে এসেছে নারী পাচার চক্রের যোগসূত্র ৷ দিন কয়েক আগেই বউবাজার থেকে পাচার হয়ে যাওয়া দুই কিশোরীকে উদ্ধার করে ওই স্বেচ্ছাসেবী সংস্থা ৷ উত্তর ২৪ পরগণার বনগাঁর বাসিন্দা ওই দুই নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলকাতায় এনেছিলেন দুই যুবক ৷ তারপর তাদের বিক্রি করে দেওয়া হয় ৷ ওই দুই নাবালিকাকে উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংস্থাটি নিজেদের অফিসে নিয়ে আসে ৷ এদিন সকাল থেকে রহস্যজনক ভাবে উধাও ওই দুই নাবালিকাও ৷
advertisement
advertisement
মৃতা কবিতা রায়ের সঙ্গে শেষবার মঙ্গলবার সন্ধেয় ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্মী ভারতী দে-র সঙ্গে কথা হয় ৷ কবিতা তাঁকে ফোন করে জানায়, ‘মেয়ে দুটো থাকতে চাইছে না ৷ ওরা চাবি চাইছে ৷’ এরপরই কবিতা খুন হন এবং উধাও মেয়েগুলি ৷
প্রথমে তদন্তকারীরা মেয়েগুলি অপহৃত হয়েছে বলে মনে করলেও এই তথ্য সামনে আসার পর তাদেরও সন্দেহের বাইরে রাখতে চাইছেন না ৷ কিশোরীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জম্মু-কাশ্মীরের বাসিন্দা এক যুবক তাদের কলকাতা নিয়ে এসেছিল ৷ ফেসবুকের মাধ্যমেই যোগাযোগ হয় ওই যুবকের সঙ্গে ৷ সেখানেই প্রেম, পরে বিয়ের প্রতিশ্রুতির ফাঁদে পড়ে কলকাতা আসে ওই দুই কিশোরী ৷ সেই যুবকেরও খোঁজ করছে পুলিশ ৷ ডিসি নর্থ জানিয়েছেন, ‘সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷’
advertisement
মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন ৷ সংস্থার ক্যাশবাক্স থেকে উধাও ৭৫০ টাকা ও দুটি মোবাইল ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সোনাগাছি খুনে চাঞ্চল্যকর তথ্য, নজরে অপহৃত দুই কিশোরী
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement