সোনাগাছি খুনে চাঞ্চল্যকর তথ্য, নজরে অপহৃত দুই কিশোরী

Last Updated:

সোনাগাছিতে স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা নিরাপত্তাকর্মীর খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷

#কলকাতা: সোনাগাছিতে স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা নিরাপত্তাকর্মীর খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ নিখোঁজ দুই কিশোরীই এখন তদন্তকারীর প্রাইম সাসপেক্ট ৷
স্বেচ্ছাসেবীর সংস্থার সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য থেকে খুনের ঘটনায় নতুন সূত্র পেয়েছে পুলিশ ৷ বুধবার সকালেই উত্তর কলকাতার নিষিদ্ধপল্লীর কাছেই স্বেচ্ছাসেবী সংস্থার অফিস থেকে উদ্ধার হয় মহিলা নিরাপত্তারক্ষীর মৃতদেহ ৷ গলায় গামছা পেঁচিয়ে শিলনোড়া দিয়ে দাঁত ও মুখ থেঁতলে নৃশংসভাবে খুন করা হয়েছে তাঁকে ৷
ঘটনায় উঠে এসেছে নারী পাচার চক্রের যোগসূত্র ৷ দিন কয়েক আগেই বউবাজার থেকে পাচার হয়ে যাওয়া দুই কিশোরীকে উদ্ধার করে ওই স্বেচ্ছাসেবী সংস্থা ৷ উত্তর ২৪ পরগণার বনগাঁর বাসিন্দা ওই দুই নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলকাতায় এনেছিলেন দুই যুবক ৷ তারপর তাদের বিক্রি করে দেওয়া হয় ৷ ওই দুই নাবালিকাকে উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংস্থাটি নিজেদের অফিসে নিয়ে আসে ৷ এদিন সকাল থেকে রহস্যজনক ভাবে উধাও ওই দুই নাবালিকাও ৷
advertisement
advertisement
মৃতা কবিতা রায়ের সঙ্গে শেষবার মঙ্গলবার সন্ধেয় ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্মী ভারতী দে-র সঙ্গে কথা হয় ৷ কবিতা তাঁকে ফোন করে জানায়, ‘মেয়ে দুটো থাকতে চাইছে না ৷ ওরা চাবি চাইছে ৷’ এরপরই কবিতা খুন হন এবং উধাও মেয়েগুলি ৷
প্রথমে তদন্তকারীরা মেয়েগুলি অপহৃত হয়েছে বলে মনে করলেও এই তথ্য সামনে আসার পর তাদেরও সন্দেহের বাইরে রাখতে চাইছেন না ৷ কিশোরীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জম্মু-কাশ্মীরের বাসিন্দা এক যুবক তাদের কলকাতা নিয়ে এসেছিল ৷ ফেসবুকের মাধ্যমেই যোগাযোগ হয় ওই যুবকের সঙ্গে ৷ সেখানেই প্রেম, পরে বিয়ের প্রতিশ্রুতির ফাঁদে পড়ে কলকাতা আসে ওই দুই কিশোরী ৷ সেই যুবকেরও খোঁজ করছে পুলিশ ৷ ডিসি নর্থ জানিয়েছেন, ‘সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷’
advertisement
মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন ৷ সংস্থার ক্যাশবাক্স থেকে উধাও ৭৫০ টাকা ও দুটি মোবাইল ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
সোনাগাছি খুনে চাঞ্চল্যকর তথ্য, নজরে অপহৃত দুই কিশোরী
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement