বাসের সময়, অবস্থান ও গতি জানতে নয়া অ্যাপের পথে রাজ্য সরকার 

Last Updated:

এই অ্যাপের মাধ্যমে শুধু বাসের গতিপথ জানা যাবে তাই নয়, বাসটি নির্দিষ্ট গতিবেগ অতিক্রম করলেই অ্যাপের মাধ্যমে চালকের মোবাইলে ‘রেড অ্যালার্ট’-এর নোটিস যাবে।

বাসের সময়, অবস্থান ও গতি জানতে নয়া অ্যাপের পথে রাজ্য সরকার (File Photo)
বাসের সময়, অবস্থান ও গতি জানতে নয়া অ্যাপের পথে রাজ্য সরকার (File Photo)
আবীর ঘোষাল, কলকাতা: নতুন মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে প্রত্যেক চালককে। এবং বাসের স্টিয়ারিং ধরার আগে তা অন করতে হবে। এই অ্যাপে সংশ্লিষ্ট বাস চালকের নাম, ফোন নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর সবই যুক্ত করতে হবে। এই অ্যাপের মাধ্যমে শুধু বাসের গতিপথ জানা যাবে তাই নয়, বাসটি নির্দিষ্ট গতিবেগ অতিক্রম করলেই অ্যাপের মাধ্যমে চালকের মোবাইলে ‘রেড অ্যালার্ট’-এর নোটিস যাবে। চালক কথা না শুনলে বাসের মালিক এবং পরিবহণ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে পৌঁছবে দ্বিতীয় রেড অ্যালার্ট। তারপরও চালক যদি গতিবেগ নিয়ন্ত্রণ না করেন তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে। পুরো অ্যাপটাই পরিচালিত হবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স প্রযুক্তির সাহায্য।
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর দেখানো পথ ধরে, এই সেফ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গে দুর্ঘটনার সংখ্যা কমাতে পেরেছি। ভারতবর্ষের মধ্যে প্রথম ফিড ম্যানেজমেন্ট নীতি গ্রহণ করা হচ্ছে পশ্চিমবঙ্গে। যে সমস্ত জায়গা দুর্ঘটনাপ্রবণ অঞ্চলগুলিকে চিহ্নিত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ রাস্তায় সেভ করিডর তৈরি করে দুর্ঘটনার সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে খড়গপুর আইআইটির সাহায্য নিয়ে।’’
advertisement
advertisement
এর আগে শহর কলকাতার যাত্রীদের জন্যে ছিল যাত্রীসাথী। যদিও সেই অ্যাপের অস্তিত্ব এখন আর নেই। ফলে বাসের অবস্থান কোথায়? কখন বাস মিলবে? এই সব তথ্য পাওয়া কার্যত মুশকিল হয়ে পড়েছে। তাই রাজ্য পরিবহণ দফতর নয়া অ্যাপ  আনার সিদ্ধান্ত নিয়েছে যার মাধ্যমে যাত্রীরাও বাসের অবস্থান, সম্পর্কে সুনিশ্চিত নির্ভুল তথ্য পাবেন। যদিও বেসরকারি বাস মালিকদের বক্তব্য, বছর দেড়েক আগে ভেহিক্যালস লোকেশন ট্র‍্যাকিং ডিভাইস বলে একটা যন্ত্র বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সমস্ত বাসের মধ্যে। সেই যন্ত্র যারা সরবরাহের দায়িত্বে রয়েছে তারা আদৌ সেই যন্ত্রের খোঁজ যথাযথ ভাবে দিতে পারেনি। বহুবার এই বিষয়ে সমস্যার স্বীকার হতে হয়েছে বাস মালিকদের। তাই বারবার সিদ্ধান্ত বদল করায় বেসরকারি বাস মালিকরা একেবারেই খুশি নন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাসের সময়, অবস্থান ও গতি জানতে নয়া অ্যাপের পথে রাজ্য সরকার 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement