Netaji Tableau: দিল্লিতে বাদ গেলেও 'জয়তু নেতাজি' ট্যাবলো গড়াল কলকাতার রাজপথে, সাক্ষী শহর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Netaji Tableau: নেতাজির ট্যাবলো গড়াল কলকাতার রাস্তায়।
দিল্লিতে ব্রাত্য থাকলেও অবশেষে কলকাতার রাজপথে নিজের জায়গা করে নিল নেতাজি সুভাষচন্দ্র বোসের ট্যাবলো। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের বহু তরজার মধ্যে বাদ গিয়েছিল এই ট্যাবলো। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের তরফেও বাংলার এই ট্যাবলো নিয়ে কটাক্ষ করা হয়েছে। তবে এদিন রাজপথে গড়াল এই ট্যাবলোর চাকা। সাক্ষী থাকল শহর। কেন দিল্লির কুচকাওয়াজে বাদ দেওয়া হয়েছিল বাংলার তৈরি নেতাজি ট্যাবলো, তার কোনও সদুত্তর দেয়নি কেন্দ্র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2022 5:45 PM IST