দিল্লিতে ব্রাত্য থাকলেও অবশেষে কলকাতার রাজপথে নিজের জায়গা করে নিল নেতাজি সুভাষচন্দ্র বোসের ট্যাবলো। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের বহু তরজার মধ্যে বাদ গিয়েছিল এই ট্যাবলো। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের তরফেও বাংলার এই ট্যাবলো নিয়ে কটাক্ষ করা হয়েছে। তবে এদিন রাজপথে গড়াল এই ট্যাবলোর চাকা। সাক্ষী থাকল শহর। কেন দিল্লির কুচকাওয়াজে বাদ দেওয়া হয়েছিল বাংলার তৈরি নেতাজি ট্যাবলো, তার কোনও সদুত্তর দেয়নি কেন্দ্র।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।