বাংলায় রাজনীতি মুক্ত হোক রেশন ব্যবস্থা, ফের ট্যুইটারে সরব রাজ্যপাল
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
যদিও রাজ্যের খাদ্য দফতর ইতিমধ্যেই রাজ্যজুড়ে বেশ কয়েকটি রেশন ডিলারের লাইসেন্স বাতিল করেছে আবার সাসপেন্ড করার মত শাস্তিমুলক পদক্ষেপ নিয়েছে।
#কলকাতা: আবারও রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখর। রাজ্যের রেশন ব্যবস্থাকে রাজনীতি মুক্ত করার আবেদন জানিয়ে টুইট করলেন রাজ্যপাল।
শনিবার বাংলাতেই পরপর দুটি টুইট করেন জগদীপ ধনখর।টুইট করে তিনি বলেন, "আপনার রাজ্যপাল আপনার সেবক। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে ৪,৭৮ হাজার মেট্রিক টন বিনামূল্যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছেন।কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন দিচ্ছে। জনপ্রতি মাসিক পাঁচ কেজি চাল এবং পরিবারপ্রতি মাসিক এক কেজি ডাল। রেশন ব্যবস্থাকে রাজনীতির বন্ধন থেকে মুক্ত করতে হবে। আধিকারিকদের অরাজনৈতিকভাবে কাজ করতে হবে। অবৈধ মজুতদারদের আটকাতে এবং কালোবাজারি হাঙ্গরদের তাড়াতে হবে। গরিব মানুষ যাতে সঠিক মাত্রায় সঠিক গুণমানের রেশন বিনামূল্যে ন্যায্য ভাবে পান তা নিশ্চিত করুন।"
advertisement
আপনার রাজ্যপাল আপনার সেবক প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে 4,78,000 মেট্রিক টন চাল বিনামূল্যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছেন। কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন দিচ্ছেন: জনপ্রতি মাসিক 5 কেজি চাল এবং পরিবারপ্রতি মাসিক 1 কেজি ডাল (1/2)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 9, 2020
advertisement
advertisement
শুক্রবারই রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে রাজ্যপালকে একাধিক অভিযোগ জানানো হয়। একাধিক অভিযোগের মধ্যে রাজ্যের রেশন ব্যবস্থা প্রসঙ্গ সম্পর্কে রাজ্যপালকে অভিযোগ জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। যদিও রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে গত সপ্তাহ থেকেই সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখর।
গোঁড়া থেকেই রাজ্যের রেশন ব্যবস্থা রাজনীতি করণ করা হচ্ছে বলে অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। এমনকি মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রেশন ব্যবস্থাকে রাজনীতিমুক্ত করার আবেদন রেখেছিলেন রাজ্যপাল। চলতি সপ্তাহেই রেশনের কালোবাজারি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। তিনি বলেছিলেন কালোবাজারি রুখতে আধিকারিকদের তাদের দায়িত্ব পালন করা উচিত। এমনকি মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কি পরিমাণ এ চাল ডাল পাঠানো হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত হিসাব তুলে টুইট করেছিলেন রাজ্যপাল।
advertisement
যদিও রাজ্যের খাদ্য দফতর ইতিমধ্যেই রাজ্যজুড়ে বেশ কয়েকটি রেশন ডিলারের লাইসেন্স বাতিল করেছে আবার সাসপেন্ড করার মত শাস্তিমুলক পদক্ষেপ নিয়েছে। চলতি সপ্তাহে রাজ্যের কয়েকটি জায়গায় রেশন ব্যবস্থা নিয়ে বিক্ষোভের ছবিও উঠে এসেছে। এমনকি রেশন ডিলারের বাড়ি ভাঙচুরের মত ঘটনা ঘটেছে। মূলত রাজ্যের রেশন ব্যবস্থা যাতে দলের নেতারা কোনো মাকনা গলায় সেই বিষয়ে প্রয়োজনীয় বার্তা শুক্রবার ভিডিও কনফারেন্স করে দলীয় নেতাদের দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
মুখ্যমন্ত্রীর দলীয় নেতাদের বার্তা দেওয়ার কয়েক ঘণ্টা বাদেই রাজ্যপালের এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। শনিবার পরপর দুটি বাংলাতে টুইট করে কার্যত রাজ্যের রেশন ব্যবস্থা যাতে রাজনীতি মুক্ত হয় সেই বিষয়ে সওয়াল করেছেন রাজ্যপাল। এদিনের টুইটের মাধ্যমে আবারও আধিকারিকদের রাজনীতি মুক্ত হয়ে কাজ করার আবেদন রেখেছেন রাজ্যপাল।
advertisement
SOMRAJ BANDOPADHYAY
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2020 9:17 AM IST