Nawsad Siddique: ৭৫ গ্রাম মাছ তো বরাদ্দ! জেলবন্দিরা 'আসলে' খাচ্ছেন কী...? বিধানসভায় ঝড় তুললেন নওশাদ সিদ্দিকী
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Nawsad Siddique: মঙ্গলবার জেলবন্দীদের দেওয়া নিম্নমানের খাবার ও খাবার দেওয়ার সময় নিয়ে একের পর এক অভিযোগ তোলেন নওশাদ সিদ্দিকী।
কলকাতা: জেলে খাবারের ‘গুণগত মান’ নিয়ে তোলপাড় বিধানসভা। সরকারি আদেশে মাছ দেওয়ার কথা ৭৫ গ্রাম। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর অভিযোগ, মোটেই তা দেওয়া হয় না। প্রশ্নোত্তর পর্বে নওশাদের কটাক্ষ, যিনি মাছ কাটেন তার হাত কেটে যাবে। এতটাই পাতলা। একইসঙ্গে তাঁর সওয়াল গরম ভাত দেওয়া হোক বন্দিদের।
মঙ্গলবার জেলবন্দীদের দেওয়া নিম্নমানের খাবার ও খাবার দেওয়ার সময় নিয়ে একের পর এক অভিযোগ তোলেন নওশাদ সিদ্দিকী। শীতকালে বিকেল সাড়ে চারটেয় খাবার দেওয়া হয় বলেও মন্তব্য করেন আইএসএফ বিধায়ক। এদিন প্রশ্নোত্তর পর্বে এই প্রসঙ্গে নিজের জেল জীবনের অভিজ্ঞতা শোনান নওশাদ সিদ্দিকী।
advertisement
advertisement
অন্যদিকে কারামন্ত্রী অখিল গিরি জানান, “প্রতিদিন ২৫০ গ্রাম চাল, ১০০ গ্রাম ডাল, ৩০০ গ্রাম সবজি তার সঙ্গে ১০০ গ্রাম আলু থাকে প্রতি জেলবন্দির জন্য। সপ্তাহে একদিন করে মাছ ৭৫ গ্রাম, মাংস ৭৫ গ্রাম, ডিম, সয়াবিন ২৫ গ্রাম দেওয়া হয়। বিকেলে চারটে বিস্কুট-সহ চা। টিফিনে মুড়ির সঙ্গে বাদাম ও ডাল ভাজা দেওয়া হয়। নিরামিষভোজীদের ২৫০ এমএল দুধ দেওয়া হয়। এই জবাবে, নওশাদের পাল্টা অভিযোগ, সরকারি নিয়ম বা আদেশ থাকলেও সংশোধনাগারে এই আদেশ পালন হয় না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 06, 2024 4:00 PM IST










