#নয়াদিল্লি: একদিকে নয়াকৃষক আইন প্রত্যাহারের ডাকে ভারত বনধ। অন্য দিকে বিজেপির ডাকা উত্তরবঙ্গ বনধ। জোড়া বনধের আংশিক প্রভাব পড়ল রাজ্যেও। জায়গায় জায়গায় স্তব্ধ হল রেল পরিষেবা। চোখে পড়ল ট্রাম-বাস আটকানোর ঘটনাও।
এদিন সকালেই ডায়মন্ডহারবার আপ লাইনে রেল চলাচল ব্যহত হয়।
এই বনধকে সমর্থন করেছে বাম, কংগ্রেস, টিআরএস, আরজেডির মতো দলগুলি। কৃষকদের দাবিদাওয়াকে সমর্থন করছে তৃণমূলও। তবে বনধকে নৈতিক সমর্থন না করায় এগিয়ে আসছেন না তারা। তবে উল্লেখযোগ্য অন্য বনধের মতো সরকারি অফিসগুলিতে সার্কুলারও জারি হয়নি এবার। সব মিলিয়ে বাংলাতেও এই বনধে সাড়া পড়েছে বলেই মনে করা যাচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bharat Bandh, Bharat Bandh Live Update News in Bengali, Farmers Bill, Farmers Protest